চাঁদপুরে হ্যাটট্রিক করেছেন সাবেক যে মন্ত্রীরা

বিবিধ, নির্বাচন

মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চাঁদপুর, বার্তা২৪.কম | 2023-08-18 09:15:32

চাঁদপুরে ৫টি আসনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় লাভ করেছে। দুইটি আসনে নতুন মুখ। তিনটিতে সাবেক মন্ত্রীরা হ্যাটট্রিক করেন। টানা তিনবারের মতো তারা সংসদ সদস্য নির্বাচিত হন।

চাঁদপুর-১ কচুয়া আসনে একাদশ জতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন ড. মহীউদ্দীন খান আলমগীর। নৌকা মার্কা প্রতীকে ১ লাখ ৯৬ হাজার ৮৪৪ ভোট পান তিনি। মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মহীউদ্দীন খান আলমগীর।

এদিকে এ আসনে ধানের শীষের নতুন প্রার্থী মোশারফ হোসেন পেয়েছেন ৭ হাজার ৭৫৯ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ৩ লাখ ৪ হাজার ৮১২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক ২ লাখ ৬৯ হাজার ৩১১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫০১ ভোট। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ডা. দীপু মনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৮৯৭, হাইমচর উপজেলায় ভোট পেয়েছেন ৬৭ হাজার ৯১৫ ভোট। শেখ ফরিদ আহমেদ মানিক সদর উপজেলায় ভোট পেয়েছেন ৩৩ হাজার ৯৪০ ভোট, হাইমচর উপজেলায় পেয়েছেন ১ হাজার ৫৬১ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে চতুর্থবার আটগুণ বেশি ভোটে জয় পেয়েছেন মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি মোট ভোট পেয়েছেন ৩ লাখ ১ হাজার ৬৪৮। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক পেয়েছেন ৩৭ হাজার ১৯৫ ভোট।

হাজীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ৮৩টি কেন্দ্রের ফলাফল জানান। হাজীগঞ্জ উপজেলায় নৌকা ১ লাখ ৭৪ হাজার ৬২৯ ভোট ও ধানের শীষ প্রতীক ২২ হাজার ৪৮৩ ভোট পেয়েছে। এছাড়া শাহরাস্তি উপজেলায় ৫৭ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ১ লাখ ২৭ হাজার ১৯ ভোট ও ধানের শীষ পেয়েছে ১৪ হাজার ৭১২ ভোট।

এই আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে নৌকা প্রতীকে জয় লাভ করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার। তিনি ১৯৯৬ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে অ্যাড. মো. নূরুল আমিন রুহুল ৩ লাখ ১ হাজার ৫০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ড. জালাল উদ্দিন পেয়েছেন ১০ হাজার ২৭৭ ভোট।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনী আসনে বিপুল ভোটে জয় লাভ করেছেন সাংবাদিক শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩৯০ ভোট। ধানের শীষের প্রার্থী লায়ন হারুনুর রশিদ পেয়েছেন ৩১ হাজার ৩১২ ভোট।

এ সম্পর্কিত আরও খবর