কুষ্টিয়ার ৪ আসনে আওয়ামী লীগের জয়জয়কার

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া, বার্তা২৪ | 2023-09-01 22:39:14

কুষ্টিয়ার ৪টি আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

কুষ্টিয়া-১

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ ক ম সরোয়ার জাহান বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেজা আহমেদ বাচ্চু মোল্লা ধানের শীষ প্রতীকে ৩৪২০ ভোট পেয়েছেন। এখানকার মোট ভোট কেন্দ্র ১২৬ টি।

কুষ্টিয়া-২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (মিরপুর-ভেড়ামারা) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২লাখ ৮২ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের আহসান হাবীব লিংকন ধানের শীষ প্রতীকে ৩৫৭৫১ টি ভোট পেয়েছেন। এখানকার মোট ভোট কেন্দ্র ১৫৮ টি।

কুষ্টিয়া-৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া (সদর) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাকির হোসেন সরকার ধানের শীষ প্রতীকে ১৪হাজার ৩৭৯টি ভোট পেয়েছেন। এখানকার মোট ভোট কেন্দ্র ১৩৪ টি।

কুষ্টিয়া-৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২লাখ ৭৮হাজার ৮৬৪টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে ১২হাজার ৩১৯টি ভোট পেয়েছেন। এখানকার মোট ভোট কেন্দ্র ১৪৭ টি।

এ সম্পর্কিত আরও খবর