পীরগঞ্জে স্পিকার শিরীন শারমিনের জয়

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-25 19:38:27

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মোট ১০৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। ওই সব কেন্দ্রে ২ লাখেরও বেশি ভোটে এগিয়ে আছেন মহাজোট মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

এ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না। জাতীয় সংসদের স্পিকার বর্তমান এমপি ড. শিরীন শারমিন চৌধুরী (মহাজোট-নৌকা), সাইফুল ইসলাম (বিএনপি-ধানের শীষ), বেলাল হোসেন (ইসলামী আন্দোলন-হাতপাখা), হুমায়ুন এজাজ (এনপিপি-আম), অধ্যাপক কামরুজ্জামান (কমিউনিস্ট পার্টি-কাস্তে), এবিএম মাসুদ সরকার মজনু (বিএনএফ-টেলিভিশন) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এখানে মোট ভোটার ছিল ২ লাখ ৯২ হাজার ৯৯৪ জন। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১০৭টি ভোট কেন্দ্রের ৫৮৩টি ভোট কক্ষে ভোট প্রদান করেছে এ আসনের ভোটাররা।

এ সম্পর্কিত আরও খবর