বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে: রফিকুল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 14:36:22

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে বার্তা২৪.কমকে এসব কথা বলেন।

নির্বাচনী সহিংসতা নিয়ে রফিকুল ইসলাম বলেন, সারাদেশে ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। সেটি দু:খজনক। এছাড়া আমরা ও কয়েকটি কেন্দ্র অভিযোগ  পাওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিলে এসব কেন্দ্রে।

বিএনপি প্রার্থীর এজেন্টের বিষয়ে বলেন, আমি নিজে কয়েকটি কেন্দ্রে গিয়ে বিএনপির এজেন্ট খুঁজেছি কিন্তু পাইনি। কেন্দ্রের ভেতরে তো দূরে থাক বাইরেও ছিলো না। ফলে কেউ যদি এজেন্ট নিয়োগ না দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। 

ভোট বর্জন ফলাফলে প্রভাব ফেলবে কি-না এ বিষয়ে বলেন, কে ভোট বর্জন করলো বা করলো না এসব নির্বাচন কমিশনের দেখার বিষয় না। ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী ভোট বর্জন করলে তার মার্কা ব্যালটে শেষ পযর্ন্ত থেকেই যায়। তারা বিজয়ী হলে দল বর্জন করবে না।

জাতীয় ঐক্যফ্রন্ট যদি বর্জন করে তখন কোনো প্রভাব করবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ভোট বর্জন ফলাফলে প্রভাব ফেলবে না।

এ সম্পর্কিত আরও খবর