বিচ্ছিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চুয়াডাঙ্গা, বার্তা২৪.কম | 2023-08-27 03:39:35

জাল ভোট, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বিতাড়িত করাসহ বিচ্ছিন্ন অভিযোগ নিয়ে শেষ হয়েছে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ।

সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গার দুটি আসনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই বিএনপির পোলিং এজেন্টদের মারধর, কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ কেন্দ্র দখল জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন বিএনপির দুই প্রার্থী শরফিুজ্জামান শরীফ ও মাহমুদ হাসান খাঁন বাবু। তাদের দাবি সরকার সমর্থকরা কেন্দ্র দখল করে নিজেরাই ভোটের বাক্স ভরাট করেছেন।

চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের বেশ কটি কেন্দ্রের সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অনেকে অভিযোগ করেছেন।

তবে জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস বলেন, ‘নির্বাচন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোটাররা কোন বাঁধা বিঘ্ন ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এখন ভোট গণনার কাজ চলছে।’

এ সম্পর্কিত আরও খবর