বগুড়া-২ আসনে পুনঃতফসিলের দাবি মান্নার

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া, বার্তা২৪.কম | 2023-08-16 07:39:47

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ভোট বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন ধানের শীষের প্রার্থী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরে একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মান্না বলেন, ‘পুলিশ ও মহাজোট প্রার্থীর কর্মী সমর্থকরা কেন্দ্র দখল করে ধানের শীষের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়। এরপর তারা নিজেদের মতো লাঙল মার্কায় সিল মারে।’

তিনি আরও বলেন, ‘ভোটের আগের রাত থেকেই ভোটারদেরকে ভয়ভীতি দেখানো শুরু করে মহাজোট প্রার্থীর লোকজন। ভোটের দিন সকাল ৯টার পর ভোটাররা ভয়ভীতি উপেক্ষা করে বিভিন্ন ভোটকেন্দ্রে আসতে শুরু করলে পুলিশ কোনো কারণ ছাড়াই ফাঁকা গুলিবর্ষণ করে কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করে। ফলে ভোটাররা কেন্দ্র ছেড়ে চলে গেলে লাঙল মার্কায় সিল মারা হয়।’

নাগরিক ঐক্যের এ আহ্বায়ক বলেন, ‘এভাবে ভোট হতে পারে না। এত অনিয়ম মেনে নেয়া যায় না।’

এ কারণে ভোট বাতিল করে পুনঃতফসিলের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

এ সম্পর্কিত আরও খবর