নির্বাচনে সহিংসতা কম, ভোটারদের সরব উপস্থিতি: আ.লীগ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:24:40

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা কম বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘সহিংসতা কম হওয়ায় সারাদেশে ভোটারদের সরব উপস্থিতি বিরাজ করছে।’ 

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘সকাল থেকে সারা দেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে প্রায় ৬ ঘণ্টা ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা সর্বত্রই ভোটারদের সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। আশা করি, ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট দেবেন।’

তিনি আরো বলেন, ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অতীতের যে কোনো নির্বাচনে থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা কম হচ্ছে। তবে এবারের নির্বাচনী সহিংসতায় ১০ জন আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা আর ৫০ জনকে আহত করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা।’

পরাজয় নিশ্চিত জেনে বিএনপি-জামায়াত নির্বাচন বর্জনের নাটক শুরু করেছে দাবি করে নানক বলেন, ‘তাদের অনেকেরই জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ভয় থেকেই তারা ভোট বর্জনের খেলা শুরু করেছে। বিএনপি-জামায়াতের নীতি হলো নির্বাচনে জিতলে আছি হারলে নাই। এখন পর্যন্ত বিদেশী পর্যবেক্ষকরা নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে। এমনিক সার্কভিত্তিক পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশন সন্তোষ প্রকাশ করেছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পুরনো কৌশল বাস্তবায়নের লক্ষ্যে মিথ্যা অপবাদ দিচ্ছে বিএনপি। বাংলাদেশে ভোট ডাকাতির ইতিহাস সৃষ্টিকারী বিএনপি নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা দেখলেই ভোট কারচুপির অভিযোগ করে।’

নানক বলেন, ‘এখন ড. কামাল হোসেন নিজেদের ব্যর্থতা আড়াল করতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের নামে জনগণের রায় ডাকাতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, জনগণের ভোট ডাকাতির অধিকার কারো নেই। জনগণের রায়কে নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।’

এ সময় তিনি চূড়ান্ত ফলাফল না হওয়া পর্যন্ত তিনি আওয়ামী লীগের সকল কর্মী নেতা-কর্মী ও সমর্থককে মাঠে থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ- দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী চিনু এবং সহযোগী সংগঠনের নেতারা।

এ সম্পর্কিত আরও খবর