চট্টগ্রামে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম। | 2023-08-27 20:26:01

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।

রোববার (৩০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের বেপজা স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা তার ওপর হামলা করেছে এই বিষয়ে কোন সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আহত আল আমিন সিকদার মিলন চট্টগ্রামের অনলাইনভিত্তিক সংবাদ পোর্টাল সিভয়েস২৪.কমের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত আছেন।

এই কেন্দ্রটি চট্টগ্রামের-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) নগরীর ছয়টি আসনের মধ্যে অন্যতম। এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ড. আফছারুল আমিন ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহত সাংবাদিক আল আমিন সিদকার মিলন বার্তা২৪.কমকে বলেন, 'ভোটকেন্দ্রে ঢোকার সময় আমাকে বাধা দিলে আমি সাংবাদিক পরিচয় দেই। এ সময় আমি ছবি তুলেছি এমন অভিযোগ তুলে আমার ওপর হামলা করে। আমার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। এইমাত্র চিকিৎসা শেষে অফিসে আসলাম।'

এদিকে এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) হাসপাতালের এএসআই শীলব্রত বড়ুয়া বার্তা২৪.কমকে বলেন, 'মারধরের কারণে তার চোখ ও কপালে জখম হয়। জখমের স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।'

এ সম্পর্কিত আরও খবর