প্রিসাইডিং কর্মকর্তার পা ভেঙে দিয়েছে বিএনপি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-23 19:46:25

পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে রংপুর-৪ আসন গঠিত। এ আসনে ভোটগ্রহণকারী এক সহকারী প্রিসাইডিং অফিসারের পা ভেঙে দিয়েছে বিএনপির কর্মী ও সমর্থকরা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নিয়ে জোরপূর্বক দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় তারা আশরাফুজ্জামান নামে এক সহকারী প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুদ্ধ বিএনপির কর্মীরা সহকারী প্রিসাইডিং অফিসার আশরাফুজ্জামানের ওপর হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়।

এ ঘটনায় প্রায় একঘণ্টারও বেশি সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়। বর্তমানে ওই সহকারী প্রিসাইডিং অফিসার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর-৪ আসনে বর্তমান এমপি টিপু মুনশি (নৌকা), এমদাদুল হক ভরসা (ধানের শীষ), মোস্তফা সেলিম বেঙ্গল (লাঙ্গল), মাওলানা বদিউজ্জামান (হাতপাখা) ও আব্দুস সাদেক মিয়া (মই), লায়লা আঞ্জুমান আরা (গোলাপ ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর