ঢাকা-১৩: দুপুর পর্যন্ত সুষ্ঠু ভোটগ্রহণ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 21:07:28

সারা দেশেই সকাল ৮টা থেকে শুরু হয়েছে একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই চলছে সংসদনির্বাচন। এদিন দুপুর পর্যন্ত ঢাকা-১৩ আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ সময়ের মধ্যে কোনো কেন্দ্রেই সহিংসতার খবর পাওয়া যায়নি। রোববার (৩০ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকেই ঢাকা-১৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়। এই আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। ফলে এইআসনটিকে ঘিরে বিশেষ আয়োজন ছিল নির্বাচন কমিশনের।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর পর্যন্ত ভোটের পরিবেশে তারা সন্তুষ্ট। কোথাও কোনো ধরনের সহিংস পরিবেশ তারা দেখেননি। পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন সবাই।

এ বিষয়ে ঢাকা-১৩ আসনের ৩১ নম্বার ওয়ার্ডের নবযুগ কেন্দ্রের ভোটার উজ্জ্বল হোসেন বার্তা২৪.কম’কে বলেন, ‘আমি সকাল ১১টার দিকেপ্রথমবারের মতো ভোট দিয়েছি। ভোটের পরিবেশ খুব সুন্দর। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

এ বিষয়ে নবযুগ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম বার্তা২৪.কম’কে বলেন, ‘আমার কেন্দ্রে এক হাজার ৪৭০ জন ভোটার রয়েছেন।৪টি বুথে চলছে ভোটগ্রহণ। এখন পর্যন্ত মাত্র ৫টি ভোট কাস্ট হয়েছে। আর ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।’

ঢাকা-১৩ আসনের ৩২ নাম্বার ওয়ার্ডের ৮৬ নাম্বার কেন্দ্রের ভোটার জিহাদ বেগ বার্তা২৪.কম’কে বলেন, ‘এখানে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই আমরা ভোট দিতে পারছি।’

৮৬ নম্বার কেন্দ্রের প্রিজাডিং অফিসার নাইমুল শরীফ বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা যথাযথভাবে ইসির আইন মেনে ভোটগ্রহণ পরিচালনাকরছি। এ কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এ দিকে খবর নিয়ে জানা গেছে ঢাকা-১৩ আসনের অধিকাংশ কেন্দ্রে সব দলের পোলিং এজেন্ট উপস্থিত আছেন। তবে অনেক কেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্ট পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর