হবিগঞ্জে বিএনপি সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 16:26:32

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের ৪টি আসনে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে সদর উপজেলার তেঘরিয়া কেন্দ্রটি দখলের চেষ্টা চালায় বিএনপি সমর্থকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করলে পুনরায় সেখানে ভোটগ্রহণ শুরু হয়।

আওয়ামী লীগ সমর্থকরা জানান- সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার দিকে সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় একদল বিএনপি নেতাকর্মী। এ সময় তাঁরা ওই কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘন্টা ভোটগ্রহণ স্থগিত থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ ব্যাপারে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং অফিসার মিনহাজ আহমেদ সুমন বলেন- এদকল দূর্বৃত্ত এখানে এসে গোলমাল করা চেষ্টা চালায়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই কেন্দ্র ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য- হবিগঞ্জের চারটি আসনে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ১৪ লাখ ২৬ হাজার ৬৭ জন। এর মধ্যে নারী ৭ লাখ ১৫ হাজার ৪৭৪ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ১০ হাজার ৫৯৪ জন।

 

এ সম্পর্কিত আরও খবর