খুলনায় ৬ প্রার্থীর ভোট বর্জন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 21:35:18

ভোটগ্রহণে কারচুপির অভিযোগ এনে খুলনার ছয়জন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন খুলনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন খুলনা-১ আসনে লাঙলের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।

দুপুর সাড়ে ১২টায় ভোট বর্জনের ঘোষণা দেন খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের খুলনা মহানগর আমীর আবুল কালাম আজাদ। তার ভাই অ্যাডভোকেট লস্কর শাহ আলম প্রার্থীর পক্ষে ভোট বর্জনের ঘোষণা দেন।

এছাড়া দুপুর ১টার পর খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান, দুপুর দেড়টায় খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এবং দুপুর ২টায় খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল ভোট বর্জনের ঘোষণা দেন।

সব প্রার্থীরাই বার্তা২৪কে অভিযোগ করে জানিয়েছেন, গতরাতেই নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল করা, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া, ভোটারদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, নেতাকর্মীদের মারধর, গ্রেফতার এ সব অভিযোগে ভোট বর্জন করেছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর