ইভিএম কেন্দ্র দখলের অভিযোগ ববি হজ্জাজের

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 03:41:02

ঢাকা-৬ আসনের কয়েকটি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেন্দ্র দখলের অভিযোগ করেছেন গণঐক্যের হারিকেন মার্কার প্রার্থী ওন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তিনি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে অভিযোগ জানাতে যান ববি হাজ্জাজ। কিন্তু নির্বাচন কমিশন সচিব দেখা না করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করতে বলেন। পরে তিনি নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে একসংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, ‘আমি আমার নিজের এলাকার অনেক সেন্টারে প্রবেশ করতে পারিনি। নবাবপুর হাইস্কুল কেন্দ্রে আমি প্রবেশ করতে পারিনি।সেখানে যখন বাধা দেওয়া হচ্ছিল, তখন কোনো আইন-শৃঙ্খলা  বাহিনীর সদস্যকে পাইনি।’

তিনি আরো বলেন, ‘ইভিএম কেন্দ্রগুলোতে ‘অভিনব’কায়দায় কারচুপি করা হচ্ছে। আমরা তো আগে ভেবেছিলাম শুধু মেশিন ম্যানিপুলেশন হবে।এখন তো ভোটকেন্দ্রই দখল হচ্ছে। দু’ভাবে ইভিএমের কেন্দ্রে ভোট কারচুপি করা হচ্ছে। প্রথমত বুথে গিয়ে দাঁড়িয়ে থেকে লাঙ্গল মার্কার লোকেরাভোটারকে বলছে কিসে ভোট দেবেন? পরবর্তীতে তার এনআইডি কার্ড নিয়ে সেখান থেকেই বের করে দেওয়া হচ্ছে। ইভিএমে ভোট দেওয়ার জন্যআঙ্গুলের ছাপ ও এনআইডি নম্বর দিয়ে ব্যালট ওপেন করা যায়। তারপর বুথে গিয়ে ভোট দিতে হয়। কারো আঙ্গুলের ছাপ না মিললে ভোটগ্রহণকর্মকর্তা ২৫ শতাংশ ব্যালট নিজে ওপেন করতে পারেন।’

ববি হাজ্জাজ বলেন, ‘গেন্ডারিয়া হাইস্কুল, কবি নজরুল কলেজ, শের ই বাংলা হাই স্কুল, মনিজা রহমান বিদ্যালয়, সেন্ট জোসেফ স্কুল, সূত্রাপুরকমিউনিটি সেন্টার, কেএল জুবলি স্কুল, ফরাসগঞ্জ কমিউনিটি সেন্টার, সিলভার ডেল স্কুল, ইস্ট বেঙ্গল স্কুল, ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাঈদ খোকন কমিউনিটি সেন্টার থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এসব কেন্দ্রে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা কাজীফিরোজ রশিদের কর্মী সমর্থকরা নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের হামলায় আমার ৪ জন কর্মী গুরুতর আহতও হয়েছেন। ৩৪ নম্বর ওয়ার্ডে একটিকেন্দ্রে এনডিএম প্রার্থীর এজেন্টকে কাজী ফিরোজ রশীদ নিজেই মেরে বের করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘প্রতিটি কেন্দ্রের বাইরে লাঙ্গল প্রতীকের ২০০ নেতাকর্মী অবস্থান করছে। আর কেন্দ্রের ভেতরে ভোটকক্ষে ৪০-৫০ জন করে অবস্থাননিয়েছে। এসব অনিয়মের কারণে রিটার্নিং কর্মকর্তার কাছে ১২টি কেন্দ্র থেকে আমার নেতাকর্মীদের বের করে দেওয়ার অভিযোগ করেছি। কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।’

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ৬টি আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। সেগুলো হলো- ঢাকা-৬ ও ১৩,খুলনা-২, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও চট্টগ্রাম-৯।

এ সম্পর্কিত আরও খবর