কেন্দ্রের বাইরে লাঙ্গলের প্রার্থীর মহড়া চলছে: ববি হাজ্জাজ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-18 01:33:06

 

ঢাকা-৬ আসনের বিভিন্ন কেন্দ্রের বাইরে ক্ষমতাসীন দলের প্রার্থীর আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘সকাল থেকে ৩৪ নং ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গেও কথা বলেছি। তাদেরকে জেন্টেলম্যান মনে হয়েছে। কিন্তু তাদের ক্ষমতা তো একটি ছোট কক্ষের মধ্যে সীমাবদ্ধ। তবে কেন্দ্রের বাইরে সরকারি দলের লাঙ্গল প্রতীকের প্রার্থীর মহড়া চলছে। এতে সাধারণ ভোটারা ভীত।’

রবিবার (৩০ ডিসেম্বর) সকালে নাজিরাবাজারের মেয়র হানিফ কমিউনিটি সেন্টারের ভোট কেন্দ্র পরিদর্শনে এসে বার্তা২৪.কম’কে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ববি হাজ্জাজ বলেন, ‘বেশির ভাগ কেন্দ্রেই আমার পোলিং এজেন্ট নেই। শুধু আমি কেন লাঙ্গল ছাড়া আর কোনো প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্টকেই দেখিনি। এতেই বোঝা যাচ্ছে পরিবেশ কেমন। তাদেরকে শাসানো হয়েছে কি না- কিংবা তারা কেন এলেন না সেটা আমরা খোঁজ নেবো। ‘

তিনি আরো বলেন, ‘নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্ট করে বলা আছে, ভোটকেন্দ্রের ২০০ গজের মধ্যে কোনো প্রচারণা চালানো যাবে না। কিন্তু অনেক কেন্দ্রে ভোটকেন্দ্রের ভেতরেও লাঙ্গল মার্কার প্রার্থীর ব্যানার পোস্টার নিয়ে প্রচারণা চালানো হয়েছে। আমি ইতোমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।’

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না- জানতে চাইলে ববি হাজ্জাজ বলেন, ‘নির্বাচন ফেয়ার হওয়া আর শেষ পর্যন্ত নির্বাচনে থাকা দুটো ভিন্ন বিষয়। আমরা আমাদের অভিযোগ তুলে ধরবো। জনগণের জন্য কাজ করতে এসেছি, জনগণের কথা বলে যাব।’

ঢাকা-৬ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির মো. আকতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. মানোয়ার খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. আবু তাহের হোসেন, গণফ্রন্ট থেকে আহম্মেদ আলী শেখ, গণফোরামের সুব্রত চৌধুরী, জাতীয় পার্টি থেকে কাজী ফিরোজ রশীদ, জাতীয় পার্টির (জেপি) সৈয়দ নাজমুল হুদা, বাংলাদেশ মুসলিমলীগের ববি হাজ্জাজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের কাজী সালমা সুলতানা।

এ সম্পর্কিত আরও খবর