বরিশালে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৪৫০০সদস্য

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-26 09:53:51

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের ভোটারদের নিরাপত্তা এবং কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আইন শৃংঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ১৪ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর মধ্যে ৬০০ সেনাবাহিনীর সদস্য, ৪২০ জন বিজিবি সদস্য, মেট্রোপলিটন পুলিশের ১ হাজার ২৫০ জন, জেলা পুলিশের ১ হাজার ৫৫৫জন, কোস্টগার্ড ১২৫ জন, র‌্যাব ৯৬ জন , আনসারের ৯ হাজার ৬৬০ জন সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এছাড়া জেলায় ৬৩৬ জন গ্রাম পুলিশের সদস্য স্ব স্ব কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ হাজার ৩৪২ জন সদস্য নিয়োজিত থাকবেন। তবে নির্বাচনী পরিবেশের উপর নির্ভর করে এর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

জেলা রিটানিং কর্মকর্তা এসএম অজিয়র রহমান জানান, ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিচার কাজে ১২ জন বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন। এছাড়া চারজন বিচারিক হাকিম নির্বাচনী তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপরদিকে জেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য মোট ৩৬ জন নির্বাহী হাকিম নিয়োগ দেয়া হয়েছে বলে জানান রিটানিং কর্মকর্তা।

এর আগে সকালে বরিশাল পুলিশ লাইন্সে মাঠে আইনশৃংঙ্খলায় নিয়োজিত সদস্যদের দিকনির্দেশনা দিয়েছেন মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালের ছয়টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৮১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯৯ হাজার ৫৮৫ জন এবং নারী ভোটার ৮ লাখ ৮২ হাজার ৪৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৮০৫টি। এরমধ্যে ৪১৬ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর