লক্ষ্মীপুরের ৪৪৬টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম | 2023-08-29 05:54:34

একাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে লক্ষ্মীপুরের চারটি আসনে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলার ৪৪৬টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জামাদি।

এদিকে সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে লক্ষ্মীপুর-৩ আসনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী সরঞ্জামসহ দায়িত্ব বুঝিয়ে দিতে দেখা গেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী এ দায়িত্ব বুঝিয়ে দেন।

পরে দুপুরে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পাঠিয়ে দেওয়া হয়েছে। একইভাবে জেলার অন্যান্য আসনেও নির্বাচন সরঞ্জামাদি পাঠানো হচ্ছে।

অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে টহলে রয়েছে তারা।

জানা যায়, জেলার চারটি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও মহাজোটের প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এসব আসনে মোট ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রযেছেন।

এ জেলায় এবার ভোট কেন্দ্র ৪৪৬টি ও ২ হাজার ৫৪৫টি ভোট কক্ষ রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ৪৪৬টি কেন্দ্রের মধ্যে ৩৪৬টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর