ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-08-28 08:20:27

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৭৩৩টি ভোটকেন্দ্রে নির্বাচনের ব্যালট পেপারসহ সকল সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চলবে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কাজ। প্রতিটি কেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপারসহ ব্যালট বক্স ও যাবতীয় সরঞ্জাম বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভোটের সরঞ্জাম নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

জেলায় মোট ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৩ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮৭ হাজার ৮০৫ জন ও নারী ভোটার ৯ লাখ ৬৫ হাজার ৯৪৮ জন। জেলার ৬টি আসনে নিরাপত্তার জন্য ১ হাজার ৯৭১ জন পুলিশ, র‌্যাব ১৫০ এর অধিক, সেনাবাহিনীর ৬২১ সদস্য, ১৭ বিজিবি প্লাটুন, আনসার ভিডিপির ৮ হাজার ৭৯৬ জন সদস্য মোতায়েন থাকবে।

এছাড়াও ম্যাজিস্ট্রেট থাকবে ১২ জন, মোবাইল টিমে কাজ করবে ১০৫ জন পুলিশ, স্ট্রাইকিংয়ের ১১টি টিম কাজ করবে পুরো জেলায়।

এ সম্পর্কিত আরও খবর