লালমনিরহাটে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমিনরহাট, বার্তা২৪.কম | 2023-08-25 21:29:55

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার শফিউল আরিফ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেন।

শফিউল আরিফ বলেন, ‘ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকেলের মধ্যে সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।’

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইউনিয়ন ২০টি, ভোট কেন্দ্র ১৩২টি, কক্ষের সংখ্যা ৬৪৮টি। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ১৬৪ জন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে ইউনিয়ন ১৬টি, ভোট কেন্দ্র ১৪১টি, ভোট কক্ষ ৭০৩টি। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৫৭।

লালমনিরহাট-৩ (সদর) আসনে ইউনিয়ন ৯টি, ভোট কেন্দ্র ৮৯টি, কক্ষের সংখ্যা ৪৮০টি। এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ৫৫৩ জন।

তিনটি আসনের ৩৬২টি কেন্দ্রর মধ্যে ২০৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও খবর