শেষ হাসি কার?

বিবিধ, নির্বাচন

আরিফ আহমেদ সিদ্দিকী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-28 08:41:54

একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে, শেষ হাসি কে হাসবেন এ নিয়ে চলছে পাবনার ৫ টি সংসদীয় আসনে নানা জল্পনা-কল্পনা। পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ, অফিস-আদালত, হাট-বাজার এমনকি চায়ের দোকানেও বইছে নির্বাচনী হাওয়া।

এবারের নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু তৃতীয় বার, পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী আহমেদ ফিরোজ কবির প্রথমবার, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মকবুল হোসেন তৃতীয়বার, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে শামসুর রহমান শরীফ পঞ্চমবার এবং পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক খোন্দকার প্রিন্স তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।

এদিকে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষের প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক তথ্য-প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) আসনে বিএনপির সাবেক সাংসদ একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে তৃতীয়বারের মতো ধানের শীষের টিকিট পেয়েছেন হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ (সদর) আসনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষের টিকিট পেয়েছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন।

পাবনা-১ আসনে নানা শ্রেণির একাধিক ভোটারের সাথে আলাপকালে তারা জানান, প্রচার-প্রচারণা, এলাকার উন্নয়নসহ সার্বিক বিচারে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু এগিয়ে আছেন। তাদের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাধারণ ভোটাররা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে টুকুর বিকল্প নেই।

পাবনা-২ আসনে একাধিক ভোটারের সাথে আলাপে জানা যায়, বিগত সময়ে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব নির্বাচনে জয়ী হওয়ার পরদিন আওয়ামী লীগের এক নেতা মারা গেলে তাকে তার নিজের গ্রামের গোরস্থানে দাফন করতে দেননি। এমনি নানা ঘটনার কারণেই তার জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়েছে। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের নতুন মুখ আহমেদ ফিরোজ কবির। তিনি ওই আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ মরহুম আহমেদ তফিজ উদ্দিনের সন্তান। এলাকায় তার নিজস্ব ও পারিবারিক নানাভাবে গ্রহণযোগ্যতা রয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মাঠে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

এখানকার সাধারণ মানুষের দাবি, এমন নেতাকে নির্বাচিত করতে পারলে এলাকায় উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের ভয়াবহতাসহ নানা দিক থেকে সাধারণ মানুষ উপকৃত হবে।

পাবনা-৩ আসনে পরপর তিনবারের নৌকা প্রতীক পাওয়া এবং নির্বাচিত হওয়া সাংসদ মকবুল হোসেন আবারও নৌকা প্রতীকেই নির্বাচন করছেন। অবশ্য গেল দুবারে তিনি নির্বিঘ্নে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন। কিন্তু এবারে এক ডজন তরুণ ও প্রবীণ নেতারা মনোনয়নের দৌড় প্রতিযোগিতায় ছিলেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন। সার্বিক বিশ্লেষণে নানা শ্রেণীপেশার মানুষের মধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে বিএনপি প্রার্থী কেএম আনোয়ারুল ইসলাম এলাকায় একজন ত্যাগী নেতা হলেও নানা কারণেই তার জনপ্রিয়তায় বেশ ভাটা পড়েছে। তিনি এমপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর উপজেলা নির্বাচন করেও হেরে যান। সার্বিক ভাবে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মকবুল হোসেন এগিয়ে আছেন।

পাবনা-৪ আসনে পঞ্চমবারের মতো নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এলাকায় তিনি ডিলু এমপি নামেই খ্যাত। ওই আসনে বিএনপির প্রার্থী চিরপ্রতিদ্বন্দ্বী হাবিব-সিরাজ। আওয়ামী লীগের প্রার্থী ডিলুর সাথে সিরাজ নতুবা হাবিবই বারবার নির্বাচনী প্রতিযোগিতা করে আসছেন। এবারে বিএনপির টিকিট পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা, চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এবারও আওয়ামী লীগ প্রার্থীর কাছে ধরাশায়ী হবেন বিএনপি প্রার্থী হাবিব এমন গুঞ্জন খোদ বিএনপি মহলেই।

পাবনা-৫ আসনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম ফারুক খোন্দকার প্রিন্স এমপি। তার কাছে এবারে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন ধরাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এ অঞ্চলের ভোটাররা। গেল দুই টার্মে যুদ্ধাপরাধী অপরাধে আমৃত্যু সাজায় দণ্ডিত মাওলানা আব্দুস সুবহানকে হারিয়ে এমপি নির্বাচিত হন প্রিন্স। এলাকার গণজোয়ারে আর সাধারণ মানুষের অভিমতেই এবারেও প্রিন্স এমপি নির্বাচিত হচ্ছেন এমন দাবি ভোটারদের।

এ সম্পর্কিত আরও খবর