রাজশাহীতে ভোটের প্রস্তুতি সম্পন্ন

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-23 22:32:56

রাত পোহালেই একাদশ সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের নেয় রাজশাহীতে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল নির্বাচন অফিস থেকে ব্যালট বক্সসহ ভোটের অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার নিজ নিজ সহকারি রির্টানিং অফিসারের নির্দিষ্ট কার্যালয় থেকে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জামাদি বুঝে নেয়ার জন্য উপস্থিত হয়েছেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার জাহিদ নেওয়াজ বলেন, ‘ভোটগ্রহণের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে যেতে শুরু করেছে।’

জানতে চাইলে রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রস্তুতিতে কর্মকর্তাদের ব্যস্ততা বাড়ছে। রাজশাহীর সবকটি আসনেরই ভোটার তালিকা চূড়ান্ত। নির্বাচন কমিশন থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে ভোট কেন্দ্রের তালিকাও।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে রাজশাহীর প্রতিটি জেলা ও উপজেলায় ব্যালট বক্সসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। সেখান থেকে শনিবার কঠোর নিরপাত্তার মধ্যে দিয়ে তা প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হবে বলে আশা করছি।’

রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের বলেন, ‘ভোট গ্রহণের জন্য তাদের সকল প্রস্তুতি প্রায় শেষ। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ভোট গ্রহণের সকল প্রক্রিয়াই এখন চূড়ান্ত। আগামী ৩০ ডিসেম্বর শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহীর সবগুলো আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ‘

রাজশাহী জেলার ছয়টি আসনে ৬৯৫টি কেন্দ্রে মোট ৪ হাজার ১৩৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ৫৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯ লাখ ৬৭ হাজার ৭১০ জন এবং নারী ৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন।

এর আগে দশম সংসদ নির্বাচনে রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ লাখ ৪২ হাজার ৬৫৭ জন। হালনাগাদ তালিকায় এবার নতুন ভোটার যুক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০৫ জন। যার অর্ধেকেরও বেশি নারী ভোটার।

এ সম্পর্কিত আরও খবর