ভোট প্রদানে নতুন ভোটারদের যা করণীয়

বিবিধ, নির্বাচন

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম   | 2023-08-23 03:01:03

এক দিন পরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে জীবনের প্রথমবার ভোট দেবেন এমন নতুন ভোটার ১ কোটি ২৩ লাখের মতো। ভোট প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে গিয়ে ভোট কেন্দ্র থেকে ভোট প্রদান পর্যন্ত ভোটাদের করণীয় কী কী- এই জিজ্ঞাসা নতুনদের মধ্যে ঘুরপার করছে।

নতুন-পুরান যেকোন ভোটার ভোট দিতে গেলে প্রথমেই পরিচয় জানতে চাওয়া হয়; পরিচয় নিশ্চিতের পর ভোটগ্রহণ কর্মকর্তা ব্যালেট প্রদান করবেন। ভোটারদের ব্যালেট নেওয়ার আগে স্বাক্ষর বা টিপসইসহ আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন করতে হয়। এরপর গোপন কক্ষে গিয়ে ভোট প্রদান করে বক্ষে ব্যালট জমা দিতে হয়।

ভোটের ব্যালট পেপার নিতে করণীয়

ভোটার তালিকার ক্রমিক নং সংবলিত ভোটার স্লিপ বা টোকেন অবশ্যই ভোটাদের সঙ্গে আনতে হবে। ওয়ার্ড কাউন্সিল বা ওয়ার্ডে মেম্বারের পক্ষ থেকে ভোটাদের বাড়িতে সেই স্লিপ পৌঁছে গেছে ইতোমধ্যে৷ অনেক এলাকায় প্রার্থীরা স্ব-উদ্যোগে তা সরবরাহ করেছেন৷

-যদি না পেয়ে থাকেন, তবে নিজ এলাকার ওয়ার্ড কাউন্সিলে গিয়ে খোঁজ করতে হবে ভোটাদের অথবা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান কার্যালয়ে আছে ভোট স্লিপ তা সংগ্রহ করে নিতে হবে৷

- জাতীয় পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যাবে; ইভিএম এ ভোট দিতে গেলে ভোটার আইডি কার্ড নিয়ে গেলে ভালো হয়। তা না হলে আঙুলের ছাপ দিয়ে আপনাকে পরিচয় নিশ্চিত করে ভোট দিতে হবে৷

-ভোটকেন্দ্রে ভোট স্লিপ ছাড়া আর কিছুই নেওয়া যাবে না৷

-ভোট দিতে ভোটারা যে-কোনো পোশাক পরে যেতে পারবে৷ তবে পোলিং এজেন্টের অনুরোধে করলে নেকাব বা হিজাব খুলে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে।

ব্যালট পেপার সিল

-ভোটার ব্যালট পেপার পাওয়ার সাথে সাথে ব্যালট পেপার চিহ্নিত করার জন্য নির্ধারিত গোপন কক্ষে যাবেন।

- যে প্রার্থীর অনুকূলে ভোট দিতে ইচ্ছুক ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক চিহ্নিত ঘরে ভোটগ্রহণ কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত বর্গাকৃতি রাবার স্ট্যাম্প দ্বারা গোপনভাব ছাপ দেবেন।

ব্যালেট পেপার ভাঁজ

-ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর মার্কায় সিল বা ছাপ দেওয়ার পর এমনভাবে ভাঁজ করে ব্যালট বাক্সে ফেলতে হবে যাতে সিলের কালি অন্য মার্কায় না ছড়ায়৷

-এরপর ভোটগ্রহণ কর্মকর্তার সম্মুখে রক্ষিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলবে।

-ভোটদানের পর দ্রুত ভোট কেন্দ্র ত্যাগ করতে হবে।

যদি ভোট দেয়ার আগে অন্য কেউ আরেকজনের ভোট চুরি করে দিয়ে দেন; তাহলে হতাশ হওয়ার কিছু নেই। নিজের পরিচয় সংবলিত ভোটার স্লিপ দিয়ে আবেদন করলেই ভোট দিতে পারবেন। যা‘টেন্ডার্ড ভোট‘ নামে পরিচিত। এই ভোট দেয়ার পর বা স্বচ্ছ ব্যালট বাক্সে না দিয়ে দিতে হবে প্রিজাইডিং অফিসারের কাছে। গণনার সময় তা তিনি যোগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর