নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে ঝিনাইদহ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঝিনাইদহ, বার্তা২৪.কম | 2023-08-08 11:58:54

ঝিনাইদহে শেষ হয়েছে যাবতীয় ভোটগ্রহণের প্রস্তুতি। ইতোমধ্যে ব্যালট পেপারসহ অন্যান্য ভোটগ্রহণের সামগ্রী উপজেলাগুলোতে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে পৌঁছে গেছে। ভোটের দিন জেলার ৬টি উপজেলায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ হাজার ২৬০ জন সদস্য।

জানা যায়, নির্বাচনের দিন ১৫৮৪ জন পুলিশ, ৩০৩ জন বিজিবি, ৩শ জন সেনাবাহিনী, ৭৩ জন র‌্যাব ও ৭ হাজার আনসার সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত থাকবে। এছাড়াও ওই দিন ১০টি স্ট্রাইকিং ফোর্স, ৮টি বিজিবির টহল দল ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, এবার জেলার ৪টি আসনে ভোটকেন্দ্র থাকবে ৫৭৮টি। আর ভোটগ্রহণ কক্ষ থাকবে দুই হাজার ৬৩৫টি। এ জেলায় এবার মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৩৩০ জন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ঝিনাইদহ জেলা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জেলায় যেকোনো প্রকার নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। কোনো দল বা গোষ্ঠী যদি নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর