ভাঙ্গুড়ায় আ’লীগ অফিসে হামলা, ককটেল বিস্ফোরণ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পাবনা, বার্তা২৪.কম | 2023-08-13 07:31:23

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ ও লাঠিশোঠা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘পৌর সদরের হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের পূর্বপাশে পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিসে আলোচনা সভা চলছিল। হঠাৎ করেই শরৎনগর বাজারের ভেতর থেকে মোটরসাইকেলে কয়েকজন এসে আমাদের অফিস লক্ষ্য করে দুটি ও সামনে এগিয়ে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একই সময় ২০-২৫ জন মুখ বাঁধা লোকজন লাঠিশোঠা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে।’

তিনি আর বলেন, ‘এ সময় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, কর্মী সোহেল হোসেনসহ কয়েকজন আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

এ হামলার পেছনে স্থানীয় বিএনপি-জামায়াত জড়িত বলেও অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাইদুল ইসলামের।

এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক বলেন, ‘এসব আওয়ামী লীগের সাজানো নাটক। নিজেরাই ঘটিয়ে তার দোষা বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে। মূল কথা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এসব করছে।’

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর