গোপালগঞ্জের ৩টি আসনে মাঠে সরব আ’লীগ, নেই বিএনপি

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-17 17:07:19

একাদশ সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র আটদিন। তাই গোপালগঞ্জের তিনটি আসনে দিন-রাত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী সমর্থকরা। মিছিল মিটিংসহ পোস্টার, লিফলেট ও ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকার হাট-বাজার, রাস্তা-ঘাট।

অপরদিকে বিএনপিসহ অন্য দলগুলো এখনো মাঠে নামেনি। কোথাও তাদের প্রচার-প্রচারণার খবর পাওয়া যায়নি। এমনি কি নির্বাচনী এলাকার কোথাও তাদের পোস্টার ও ব্যানার চোখে পড়েনি।

জেলা শ্রমিক দলের সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, ‘গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ মনোনয়নের পর এলাকায় আসলেও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। তাই দলীয় প্রার্থীর পক্ষে আমরা কাজ করতে পারছি না।’

জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, ‘গোপালগঞ্জের তিনটি আসনে বিএনপির তৃণমূল যাদের মনোনয়ন চেয়েছিল কেন্দ্র তেমনটি করেনি। তাছাড়া গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এফই শরফুজ্জামান জাহাঙ্গীর অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করছেন। গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ বাসা থেকেই বের হন না। নির্বাচনী প্রচারণা করতে হলে তো বাইরে বের হতে হবে, জনগণের কাছে যেতে হবে। এছাড়া গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানী দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। এসব কারণে বিএনপিকে মাঠে দেখা যায় না।

জেলা বিএনপির সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে ধানের প্রার্থী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছি।’

আপনাদের পোস্টার-লিফলেট দেখা যায় না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খুব শিগগিরই দেখবেন। আমরা জোরেশোরেই নির্বাচনী প্রচারণা শুরু করবো। তখন সাংবাদিকদেরকে ডেকে আমরা জানাবো।’

এ সম্পর্কিত আরও খবর