‘পরিকল্পিত হামলা-মামলা থেকে প্রতিকার পাচ্ছে না বিএনপি’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-21 01:21:45

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহিন আক্তারের স্বামী ও সংসদ সদস্য আবদুর রহমান বদি এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমারের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা ও মামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী।

শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রশাসনের সব জায়গায় নালিশ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কেউ বিএনপি নেতাকর্মীদের ওপর করা নির্যাতনের প্রতিকার করছেন না। প্রতিকার না পেয়ে হামলা ও মামলার ভয়ে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।’

তিনি বলেন, ‘উখিয়া ও টেকনাফ উপজেলার যে সমস্ত প্রিসাইডিং ও সহ প্রিসাইডিং এবং পোলিং অফিসারের তালিকা প্রকাশ করা হয়েছে, সেগুলোতে মূলত আওয়ামী লীগ সমর্থিত ও তাদের নেতাকর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে। কোনো নিরপেক্ষ কর্মকর্তা বা কর্মচারীকে তালিকায় রাখা হয়নি।’

আরও অভিযোগ করে শাহজাহান চৌধুরী বলেন, ‘টেকনাফে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে লুটপাট এবং পুলিশের পোশাকে ডাকাতি সংগঠিত হয়েছে। হ্নীলায় এক প্রবাসী যুবক দুবাইতে বসে সাংসদ বদির হুমকির বিরুদ্ধে ফেসবুকে মতামত প্রকাশ করায় রাতে পুলিশ গিয়ে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। টেকনাফ উপজেলার বিএনপির সভাপতি মো. জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীরা মিথ্যা মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর