সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী সবচেয়ে জনপ্রিয় প্রার্থী!

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সুনামগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-27 00:40:18

সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ছেন প্রখ্যাত পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তা। দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে এই প্রার্থীকে ভোটের লড়াইয়ে পেয়ে উজ্জীবিত স্থানীয়রা। বিশেষ করে নারীরা।

প্রায় ২ লাখ ৫৫ হাজার ভোটারের আসন সুনামগঞ্জ-২। জেলার দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার জাতীয় সংসদ নির্বাচন সৃষ্টি করেছে উৎসবের আমেজ। এই আসনে টানা ৭ বারের সংসদ সদস্য ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত। তার মৃত্যুর পর নৌকার হাল ধরেছেন সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তা। বৃহত্তর সিলেটসহ সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী। আর তাই সার্বিক ক্ষেত্রে হাওরাঞ্চলের নারীদের অধিকার বাস্তবায়নে তাকে নিয়ে আশাবাদী সুনামগঞ্জের নারীরা।

এ আসনে তার বিপরীতে বিএনপি থেকে নাছির উদ্দিন চৌধুরী লড়ছেন ধানের শীষ প্রতীকে। পাশাপাশি গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী গুলজার আহমদ কবুতর প্রতীকে চালাচ্ছেন প্রচারণা। রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাই (হাতপাখা ), কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস খোকন (কাস্তে প্রতীক) ও বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান রানা হারিকেন প্রতীকে প্রচারণা চালাচ্ছেন।

পুরুষ প্রার্থীদের প্রচারণার ভিড়ে সমানতালে চলছে জেলার একমাত্র নারী প্রার্থী ড. জয়া সেন গুপ্তার প্রচারণা। দলের কর্মী সমর্থকরা তাকে বিজয়ী করতে ভোট চাইছে সাধারণ মানুষের কাছে। এখানকার নারীরা মনে করেন সরকারের নারীবান্ধব কর্মসূচিগুলো সুনামগঞ্জে বাস্তবায়ন করতে সংসদে প্রয়োজন নারী জনপ্রতিনিধির। তাই নারী ভোটাররা জয়া সেন গুপ্তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তারা।

এই আসনের একজন শিক্ষক মুসাদ্দিকা বেগম বলেন, ‘পুরুষ প্রার্থীদের ভিড়ে জেলার একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থী হয়ে জয়া সেন ভোট চাইছেন, সেটা দেখে ভালো লাগছে। আমরা চাই ভোটে নারীদের এমন অংশগ্রহণ থাকুক। এতে অবহেলিত অঞ্চলের নারীরা তাদের সমস্যার কথা সহজেই তুলে ধরতে পারবে।’

মানবাধিকার কর্মী ফৌজিআরা শাম্মী বলেন, ‘নারী জাগরণে অসামান্য অবদান রেখেছে এই সরকার। তাই নৌকা প্রতীকে নির্বাচনে জয়া সেন গুপ্তার জয়ের ব্যাপারে কোনো শঙ্কা নেই। হাওরাঞ্চলের নারীদের হয়ে সংসদে কথা বলার জন্য একজন নারী সংসদ সদস্য অবশ্যই প্রয়োজন, সেজন্য জয়া সেনকে আমরা ভোট দিয়ে বিজয়ী করতে চাই।’

একমাত্র নারী সংসদ সদস্য প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও।

দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া বলেন, ‘সুরঞ্জিত সেন গুপ্তের এলাকায় ড. জয়া সেন গুপ্তা সবচেয়ে জনপ্রিয় প্রার্থী, ভোটের লড়াইয়ে অংশ নিয়ে তিনি নারীদের উৎসাহ দিচ্ছেন। আমরা তার হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তিনি বিপুল ভোটে এ আসন থেকে বিজয়ী হবেন।’

নারীদের জন্য শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডগুলোই সুনামগঞ্জ-২ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ড. জয়া সেন গুপ্তা।

সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী ড. জয়া সেন গুপ্তা বলেন, ‘ভাটি অঞ্চলের নারীদের জন্য জননেত্রী শেখ হাসিনা যেসব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেগুলোই আমার জয় নিশ্চিত করবে। এখানকার নারীদের অধিকার নিশ্চিত করতে এবং সরকারের যে সেবা রয়েছে সেগুলো শতভাগ পৌঁছে দেয়াই আমার লক্ষ্য।’

এ সম্পর্কিত আরও খবর