ঢাকা ১৪: হামলা এড়াতে বাসভবনে বিএনপির কার্যালয়

বিবিধ, নির্বাচন

শাহরিয়ার হাসান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 10:55:19

ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু দুর্বৃত্তদের হামলা এড়াতে নিজ বাসভবনের ভেতরের এক কক্ষ বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে ঢাকা-১৪ আসনের বিএনপি কার্যালয় খুঁজে না পেয়ে, সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করলে তার নিজ বাসভবনের ভেতরে কার্যালয়ের অবস্থান বলে তিনি জানান।

সরেজমিনে দেখা যায়, একটি বিলাসবহুল বাড়ির ভেতরে নিচ তলায় বড় একটা কক্ষে বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছেন এই প্রার্থী। সকাল ১০টা থেকে এক-দেড় ঘণ্টা কার্যালয়টিতে অবস্থান করলেও কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী পরিচয় দেওয়া মোতালেব বার্তা২৪কে জানান, তিনি এখনো পর্যন্ত বিএনপির এই কার্যালয় অফিসের ভেতরে যেতে পারেননি। অনেক নিরাপত্তা আর তল্লাশি পর্ব শেষ করে যেতে হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে আসলে রাজনৈতিক দলের কার্যালয় হতে পারে না।’

বিষয়টি অস্বীকার করেননি বিএনপির প্রার্থী সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু। তিনি বার্তা২৪কে বলেন, ‘ক্ষমতাসীন দল যেভাবে হামলা করছে, সেক্ষেত্রে আমার নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি তাদের নিরাপত্তার জন্যই আমাদের কার্যালয় বাসভবনের ভেতরে রেখেছি।’

এদিকে ঢাকার মিরপুর, শাহ-আলী ও দারুস সালাম থানা, রূপনগর থানার আংশিক এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত।

একাধিক ওয়ার্ড ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কোথাও কোনো ক্যাম্পেইন অফিস নেই। তারা বিএনপির সিনিয়র নেতাদের পরামর্শে কৌশলে নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণা সম্পর্কে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক বার্তা২৪কে বলেন, ‘কেন্দ্রীয় পরামর্শ অনুযায়ী মিছিল-মিটিং বা গণসংযোগ করছি না। কেননা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করে আমাদের নেতা-কর্মীদের আহত করবে। তবে মাঠ গুছিয়ে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বড় করে একটা শোডাউন করবো। একাধিক ওয়ার্ড ঘুরে একটা সমাবেশ করবো তার প্রস্তুতি চলছে।’

তিনি আরো বলেন, ‘কোনো ধরনের কর্মসূচি দেওয়ার আগে পুলিশের সাহায্য চেয়েছি। পুলিশ সে ধরনের সাহায্য সহযোগিতা করছে না।’

‘তবে আমাদের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন। আমরা ওয়ার্ডগুলোকে একাধিক ইউনিটে ভাগ করেছি। প্রত্যেকটি ইউনিটে ছেলে-মেয়ে উভয়ই রয়েছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর