নরসিংদীতে প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি প্রার্থীদের

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 13:52:28

নরসিংদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, অফিস ভাঙচুর ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির দুই প্রার্থী।

রোববার (১৬ ডিসেম্বর) বিকালে নরসিংদী আইনজিবি সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।

দুপুরে মনোহরদীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বিএনপি প্রার্থী সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, ‘পাচদোনা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুব ও পাচদোনা ইউপি চেয়ারম্যান মিজানের নেতৃত্বে হকিস্টিক ও লাঠিসোঁটা হাতে এক দল উচ্ছৃঙ্খল যুবক পেছন দিক থেকে হামলা চালান।’

‘আমি ও আমার সমর্থকরা তাদের অতর্কিত হামলায় ভীত হয়ে একটি চাউলের আড়তে আশ্রয় নিই। হামলাকারীরা আড়তের দরজা ভেঙে মুখে কাপর বেঁধে আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে থাকা হকিস্টিক ও লাঠি দিয়ে আমার সমর্থকদের পশুর মত পেটাতে থাকে।’

এই হামলায় তার বাম হাতে আঘাতপ্রাপ্ত হন এবং রাসেল নামে তার এক সমর্থক গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান মঈন খান।

এদিকে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘মনোনয়নপত্র দাখিল করার পর থেকে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কর্মীরা আমার সমর্থকদের ওপর বার বার হামলা চালিয়ে আসছেন। নির্বাচনী সভায় ভাঙচুরসহ হামলা চালিয়ে কর্মী সমর্থকদের আহত করে প্রচারণায় বেঘাত ঘটাচ্ছে। প্রচারণায় অংশ নিতে দেওয়া হচ্ছে না। অনেকটা অবরুদ্ধ হয়ে আছি।’

এ সম্পর্কিত আরও খবর