‘জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বের করে দেবে’

বিবিধ, নির্বাচন

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-12 00:21:22

৩০ ডিসেম্বর ফাইনাল খেলায় বিএনপি-ঐক্যফ্রন্ট কোনো ফাউল করলে বাংলার জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘বিজয় মঞ্চে’র উদ্ববোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ উদ্যোগে এ বিজয় মঞ্চের আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর মাসেই আমরা বিজয় অর্জন করেছিলাম, ৯০-এ স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। তাই এই মাসে আওয়ামী লীগ পরাজিত হতে পারে না। বিএনপি-জামায়াত বলেছিল সংবিধান অনুযায়ী নির্বাচন করবে না। কিন্তু এবার নাকে খত দিয়ে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিচ্ছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে সাংবাদিকদের প্রতি ড. কামাল হোসেনের ধমকের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘যে কামাল হোসেন বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছিলেন, তিনি আজ রাজাকারদের সাফাই গাইছেন। তিনি শিক্ষিত ও অভিজ্ঞ মানুষ হয়ে সাংবাদিকদের উর্দু ভাষায় যে ধমক দিয়েছেন, এর জবাব জনগণ ৩০ তারিখ ভোটের মাধ্যমে দেবে।’

তিনি আরও বলেন, ‘জোর করে নয়, হামলা করে নয়, ভোট চাইতে হবে জনগণের মন জয় করে, প্রার্থনা করে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘বিরোধী দলের রাজনীতিবিদরা ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন। বিএনপি, রাজাকার ও কতিপয় মুক্তিযোদ্ধা মিলে জগাখিচুড়ি মার্কা এক ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন। খিচুড়ি কিন্তু এক দুই দিন ভালো লাগে, প্রত্যেকদিন নয়। তাই ৩০ তারিখ নির্বাচনে জনগণ রাজাকারদের ভোট দেবে না। আগামী নির্বাচনে যদি কোনো রাজাকার ও তাদের সন্তান নির্বাচিত হন তাহলেও আমরা তাদের সংসদে ঢুকতে দেবো না।'

তিনি আরও বলেন, ‘যে কামাল হোসেন বলেছিলেন রাজাকারদের সঙ্গে আতাত করবেন না তিনিই রাজাকারদের পক্ষ নিলেন। ড. কামাল হোসেন একজন আশি ঊর্ধ্ব মানুষ। বৃদ্ধ বয়সে মানুষের ভীমরতি ঘটে।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা কামাল পাশা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল অব হেলাল মোর্শেদ খান, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান ওসমান আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাধারণ সম্পাদক হাসান আরিফ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর