ধানের শীষ আল্লাহর প্রতীক: আ স ম রব

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 21:40:56

ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘ধানের শীষ শান্তির প্রতীক, জনগণের প্রতীক, আল্লাহর প্রতীক। জনগণ যেখানে আল্লাহ আছে সেখানে।’

ময়মনসিংহ-৪ (সদর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সমর্থনে শনিবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। নগরীর কৃষ্ণচূড়া চত্বর এ জনসভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রব বলেন, ‘ফেরাউন-নমরুদ যেমন বেহেশতে যাবে না, তেমনি আপনি ১০ বছর দু:শাসন কায়েম করার পরে বাংলাদেশের ক্ষমতাতায় যাবেন তা হারাম হয়ে যাবে। আল্লাহ স্বৈরাচারী দীর্ঘস্থায়ী করেন না ‘

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধের চেতনা আপনার মুখে শোভা পায় না। আগামীকাল বিজয় দিবস। আমি বলব পরাজয় দিবস। শেখ হাসিনা ৪৬ বছর পরে পাকিস্তানি কমান্ডোর হাতে নৌকা তুলে দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস না করে ২০১৮ সালে পরাজয় দিবস করেছে।’

আ স ম রব বলেন, ‘গত দশ বছর জালিম সরকার বিএনপির কোনো নেতাকর্মীকে বাড়িতে ঘুমাতে দেননি। তাই ৩০ ডিসেম্বর আমরা কেউ ঘরে থাকবো না, থাকবো মাঠে। ভোট দিয়ে কেন্দ্র পাহাড়া দেব। আর এজেন্টরা জীবন দেবেন। কিন্তু ভোট চুরি হতে দেবেন না।’

জনসভায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া এবং সবচেয়ে অজনপ্রিয় নেত্রী হলো শেখ হাসিনা।’

তিনি আরও বলেন, ‘আমি ধানের শীষের প্রার্থীকে চিনতে চাই না। আমি চিনি ধানের শীষ, আমি চিনি খালেদা জিয়াকে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘মানুষকে জয় করার জন্য লাঠিসোটা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘বিগত ১২ বছর বিএনপির নেতাকর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারেনি। জুলুম-নির্যাতনে বিএনপিসহ দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন। তবেই খালেদা জিয়া এবং দেশের অবরুদ্ধ গণততন্ত্র মুক্তি পাবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভয়-ভীতি, মামলা-হামলা, ভোট চুরি করে আওয়ামী লীগ জিততে পারবে না। গ্রেফতার এড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ বছর পূর্বে একতরফা নির্বাচন ফাঁকা মাঠে গোল দিয়েছিল, এবার আমরা ফাঁকা মাঠে কোনো গোল করতে দেব না।’

আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে মেগাপ্রকল্প বন্ধ করে দেয়া হবে এমন বক্তব্যের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,‘ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে দেশে চলমান সকল মেগাপ্রকল্প চালু রাখা হবে। এতে ওইসব প্রকল্পে আমাদের খরচ হবে এক চতুর্থাংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ওষুধ ও চিকিৎসা খরচ অর্ধেকে নামিয়ে আনবো। দুর্নীতি বন্ধ করবো।’

এ সম্পর্কিত আরও খবর