বিভেদ ভুলে তৃণমূলে ভোট উৎসব

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 04:04:14

 

বিভেদ ভুলে তৃণমূলে এখন ভোট উৎসব চলছে। ভোটের তারিখ যতোই ঘনিয়ে আসছে ততোই জমছে ভোটের মাঠ। ভোটের আগে তৃণমূলে বিভেদ ছিল দলগুলোর মধ্যে। তবে দিন যতো কাছে আসছে ততোই বিভেদ মিটিয়ে এক হচ্ছে তৃণমূল। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। পাড়া মহল্লায় চায়ের স্টলে, হাট-বাজারে বাজছে ভোটের বাজনা। ছেয়ে গেছে পোস্টারে পোস্টোরে। চলছে মাইকে প্রচারণাও। নানান গানে, নানান তালে ভোটারদের মন জয় করার চেষ্টা চলছে।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ও  বিএনপির নিজ নিজ দলের নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা দ্বন্দ্ব-বিভেদ ভুলে এক সঙ্গে মিলিত হতে শুরু করেছে। এতে ভোটের মাঠ আরো বেশি জমতে শুরু করেছে। সকল বিভেদ ভুলে এখন একসঙ্গে ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে নিজ নিজ দলের প্রার্থীর লিফলেট বিতারণ করছেন। গ্রামে গ্রামে চলছে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলও। সব মিলিয়ে এ যেনো উৎসবের আমেজ।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন। এবার এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতিক নিয়ে লড়ছেন ব্যারিস্টার আমিনুল হক আর আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এ দুইজনই হেভিওয়েট প্রার্থী হিসাবে পরিচিত।

রাজশাহী-১ আসনে বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বিপক্ষে অবস্থান নিয়ে মনোনয়ন যুদ্ধে নেমেছিলেন তানোর-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মু-ুমালা পৌর মেয়র গোলাম রাব্বানীসহ তানোর-গোদাগাড়ী উপজেলার সাত নেতা। এ নিয়ে বর্তমান এমপির সাথে তাদের দুরত্ব সৃষ্টি হয়। অবশেষে এ সাত নেতা সকল বিভেদ ভুলে তাদের দলীয় প্রার্থীর পক্ষে ভোটের মাঠে নেমে পড়েছে।

শুধু রাজশাহী-১ আসনেই নয়। অন্য আসনগুলোর চিত্র এক। বিভেদ ভুলে এক হয়ে মিলতে শুরু করেছে নেতাকর্মীরা।

রাজশাহী-২ আসনে মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছে ১৪ দলের নেতাকর্মীরা। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন থেকে শুরু করে তৃণমুলের নেতারা মাঠে কাজ করছে। অন্যদিকে এ আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে পেয়েও উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা।

নৌকা প্রতীক পাওয়ার পরপরই রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আয়েন উদ্দীন তৃনমুলকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে বিজয়ী করতে একযোগে মাঠে নেমেছে বিএনপির নেতাকর্মীরা।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে উন্নয়ন আর ব্যক্তি ইমেজে আগে থেকেই জনপ্রিয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রার্থী হিসেবে তাকে পেয়ে এবারেও খুশি। ওই আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ জেলে আছেন।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের প্রার্থী নাদিম মোস্তফাকে পেয়ে উচ্ছাসিত তৃণমুলের নেতাকর্মীরা। অপরদিকে নৌকা প্রার্থী ডা. মনসুর রহমানকে বিজয়ী করতে একযোগে কাজ করছেন তৃণমুলের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর