লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না: শাহ্ মোয়াজ্জেম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 05:14:20

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড দেখছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও মুন্সিগঞ্জ-১ আসনে দলটির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম।

সোমবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ অভিযোগ করেন।

তিনি জানান, গত শনিবার এক অসুস্থ কর্মীকে দেখতে যাওয়ার সময় সিরাজদিখানের কুচিয়ামোড়ায় ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ও তার নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়। বিভিন্ন জায়গা থেকে ২৫/৩০ জন লাঠিসোটা নিয়ে আমার ও আমার নেতাকর্মীদের গাড়ির উপর আক্রমণ চালায়। ৫ থেকে ৬টি গাড়ি তারা ভাঙচুর করে। আমার চার/পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হয়। আমাকে কয়েক দফা গুলি করেছে। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সেদিন পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করেও পুলিশ পাননি বলে অভিযোগ করেন তিনি।

শাহ্ মোয়াজ্জেম বলেন, “এরা (ইসি) প্রতিদিনই বলে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। অথচ আমি পুলিশ পেলাম না, সকল কর্মী চেষ্টা করেছে পুলিশের সাথে যোগাযোগের। অনেক চেষ্টা করেও পুলিশ পেলাম না।

তার কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শাহ মোয়াজ্জেম আরও বলেন, “আমার কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়েছে যে, আমার কর্মীরা নাকি পুলিশ পিটিয়েছে। অথচ আমরা পুলিশই পেলাম না সেদিন। কোনো হানে লেভেল আর কোন হানে প্লেয়িং- সেটা তো বুঝলাম না।”

নির্বাচন কমিশন সচিব ও একজন কমিশনারের সাথে দেখা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে, ব্যবস্থা নেয়া হবে।”

এ সম্পর্কিত আরও খবর