বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 11:48:31

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদীয় ছয় আসনে ৩৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ব‌রিশাল-১ আস‌নে আবুল হাসানাত আব্দুল্লাহকে নৌকা (আওয়ামী লী‌গ), জ‌হির উদ্দিন স্বপনকে ধানের শীষ (বিএনপি), মো. রাসেল সরদারকে হাতপাখা (ইসলামী আন্দোলন), মো. বাদশা মিয়াকে গোলাপফুল (জাকেরপার্টি ) প্রতীক দেয়া হয়।

বরিশাল-২ আসনে মো. শাহে আলমকে নৌকা (আওয়ামী লী‌গ), এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ধানের শীষ (বিএনপি), মো. মাসুদ পারভেজকে লাঙ্গল (জাতীয় পার্টি ), মোহাম্মাদ নেছার উদ্দিনকে হাতপাখা (ইসলামী আন্দোলন), সাহেব আলীকে আম (এনপিপি), মো. জহুরুল ইসলামকে হাতুড়ি (ওয়ার্কার্স পার্টি), মো. আনিচুজ্জামানকে ট্রাক (স্বতন্ত্র) প্রতীক দেয়া হয়েছে।

ব‌রিশাল-৩ আস‌নে গোলাম কিবরিয়া টিপুকে লাঙ্গল (জাতীয় পার্টি), শেখ টিপু সুলতানকে নৌকা (ওয়ার্কার্স পার্টি), জয়নুল আবেদীনকে ধানের শীষ (বিএনপি), মুহাম্মদ সিরাজুল ইসলামকে হাতপাখা (ইসলামী আন্দোলন), মো. আতিকুর রহমানকে ট্রাক (স্বতন্ত্র), মো. এনায়েত কবিরকে কুলা (বিকল্পধারা) প্রতীক দেয়া হয়।

ব‌রিশাল-৪ আস‌নে পংকজ নাথকে নৌকা (আওয়ামী লী‌গ), জে এম নুরুর রহমানকে ধানের শীষ (বিএনপি), সৈয়দ মো. নুরুল করীমকে হাতপাখা (ইসলামী আন্দোলন), মাহাবুবুল আলমকে বটগাছ (খেলাফত আন্দোলন), রুহুল আমিনকে দেওয়াল ঘড়ি (খেলাফত মজলিস), সাইফুল্লাহকে মিনার (ইসলামী ঐক্যজোট), এনামুল হককে টেলিভিশন (বিএনএফ) প্রতীক দেয়া হয়।

ব‌রিশাল-৫ আস‌নে জাহিদ ফারুক শামিমকে নৌকা (আওয়ামী লীগ), মজিবর রহমান সরওয়ারকে ধানের শীষ (বিএনপি), মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে হাতপাখা (ইসলামী আন্দোলন), আবদুস সাত্তারকে কোদাল (ওয়ার্কার্স পার্টি), শামীমা নাসরিনকে আম (এনপিপি), অ্যাডভোকেট এ কে এম মুর্তজা আবেদীনকে লাঙ্গল (জাতীয় পার্টি), এইট এম মাসুম বিল্লাহকে কাঁঠাল (জাতীয় পার্টি) প্রতীক দেয়া হয়।

ব‌রিশাল-৬ আস‌নে নাস‌রিন জাহান রত্নাকে লাঙ্গল (জাতীয় পার্টি), মো. নুরুল ইসলাম আল আমিনকে হাতপাখা (ইসলামী আন্দোলন), একে এম নুরুল ইসলামকে তারা (জেএসডি), মো মোহসীনকে মশাল (জাসদ), মোহাম্মদ আলী তালুকদারকে (ফারুক) সিংহ (স্বতন্ত্র), মো. আবুল হোসেন খানকে ধানের শীষ (বিএনপি), খন্দকার মাহতাব উদ্দিনকে বাইসাইকেল (জেপি) প্রতীক দেয়া হয়।

বরিশাল রিটার্নিং কর্মকর্তা এস এম অজিয়র রহমান জানান, ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়ে গেছে। তারা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবে।

তিনি আরও জানান, বরিশালের সবকটি আসনে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। এছাড়াও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। তারা সেই সম্পর্ক বজায় রেখে ও আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবে। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বরিশালের ৬টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫২ জন প্রার্থী ম‌নোনয়নপত্র দাখিল করেছি‌লেন। কিন্তু ম‌নোনয়ন যাচাই বাছাই‌য়ে বাদ প‌ড়ে ৯ জন প্রার্থী। কিন্তু এদের ম‌ধ্যে ৬ জন আপিল ক‌রে টি‌কে যান। পরবর্তীতে ১১ জন প্রার্থী ম‌নোনয়ন প্রত্যাহার ক‌রেন। সর্ব‌শেষ ৩৮ জন প্রার্থী ব‌রিশা‌লের ৬টি সংসদীয় আস‌নে বি‌ভিন্ন দল থে‌কে প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন।

এ সম্পর্কিত আরও খবর