নড়াইলের দুটি আসনে ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 01:11:00

নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনজুমান আরা প্রতীক বরাদ্দ দেন।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর মধ্যে নড়াইল-২ আসনে বাংলাদেশ ক্রিকেট  দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নির্বাচন করবেন (নৌকা) প্রতীক নিয়ে। এ আসনে ((ধানের শীষ) প্রতীকে ২০ দলীয় প্রার্থী এনপিপি (ফরহাদ) গ্রুপের এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, (লাঙ্গল) প্রতীকে (জাপা) অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, (আম) প্রতীকে এনপিপির (ছালু) গ্রুপের মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম নাসির উদ্দীন ((হাতপাখা) প্রতীকে, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান  (মিনার) প্রতীকে, জাতীয় সমাজতান্ত্রিক দল (জে এসডি) ফকির শওকত আলী  (তারা) প্রতীক পেয়েছেন।

নড়াইল-০১ আসনে বর্তমান এমপি কবিরুল হক মুক্তি নৌকা প্রতীক পেয়েছেন। এই আসনে (ধানের শীষ) প্রতীক  নিয়ে লড়বেন বিশ্বাস জাহাঙ্গীর আলম, (লাঙ্গল) প্রতীকে  জাপার মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশের  প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন  (হাতপাখা) প্রতীকে এবং  এনপিপির (ছালু) মুনসুরুল হক (আম) প্রতীকে  লড়বেন।

 

এ সম্পর্কিত আরও খবর