চাঁদপুরের ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-09-01 16:49:22

চাঁদপুরের পাঁচটি আসনে নয় জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।

রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে ৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরপর যাচাই বাছাইতে বাদ পড়েন ৮ জন। আপিলের পরে সর্বশেষ বৈধ প্রার্থী ছিল ৫৪ জন। এর মধ্যে ৭ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব তথ্য নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হচ্ছেন- চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি, বিএনপি প্রার্থী তানভির হুদা, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী অ্যাড. ফজলুল হক সরকার, গণফোরামের অ্যাড. সেলিম আকবর, এস এম আলম, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে গণফোরামের ড মো. শাহাজাহান, জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে এলডিপির নেয়ামুল বাশার, জাসদের মো. মনির হোসেন মজুমদার।

একই দিনে বিএনপির চাঁদপুরের ৫টি আসনে চূড়ান্ত মনোনীত প্রার্থীরা তাদের দলের মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমান খান এর নিকট জমা দেন।

এ সম্পর্কিত আরও খবর