রাজশাহীতে ভোটযুদ্ধে ২৫ প্রার্থী, প্রত্যাহার ৮

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-27 01:52:14

রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আট জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে বিএনপির প্রার্থীরা তাদের দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি জমা দেন। ফলে রাজশাহীর ছয়টি আসনে সব দল মিলিয়ে ২৫ জন প্রার্থী আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজশাহী-১ আসনে এবার লড়বেন আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী এমপি, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান, বাসদের আফজাল হোসেন।

রাজশাহী-২ (সদর) আসনে মহাজোটের ফজলে হোসেন বাদশা এমপি, বিএনপির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন ও সিপিবির এনামুল হক।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে আওয়ামী লীগের আয়েন উদ্দিন, বিএনপির শফিকুল হক মিলন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, যুক্তফ্রন্টের মনিরুজ্জামান, সাম্যবাদী দলের সাজ্জাদ আলী।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রকৌশলী এনামুল হক এমপি, বিএনপির সাবেক এমপি আবু হেনা ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের ডাঃ মনসুর রহমান, বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা, জাতীয় পার্টির আবু হোসেন, ইসলামী আন্দোলনের রুহুল আমিন, জাকের পার্টির শফিকুল ইসলাম।

এছাড়া রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, বিএনপির আবু সাঈদ চাঁদ, ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সবুজ ও জাতীয় পার্টির ইকবাল হোসেন।

এদিকে শেষ দিনে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, রাজশাহী-১ আসনের ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ও জামায়াত নেতা মুজিবুর রহমান। এছাড়াও রাজশাহী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান ডালিম, রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক ও মোখলেসুর রহমান, রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী বজলুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর