২০ দলীয় জোটের ৯ আসনে রদবদল

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 18:01:11

একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নয় আসনে রদবদল আনল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত নয়টি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে এই জোট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনে বিএনপির খন্দকার আব্দুল হামীদ ডাবলুর পরিবর্তে এস এম জিন্নাহ কবীর, সিরাজগঞ্জ-৬ আসনে মো. কামরুদ্দীন এহিয়া খানের পরিবর্তে এম এ মুহিত, রংপুর-৫ আসনে মোফাখখারুল ইসলাম নবাবের পরিবর্তে গোলাম রাব্বানী, রাজশাহী-৫ আসনে নুরুল ইসলামের পরিবর্তে মো. নাদিম মোস্তফা, নওগাঁ-১ আসনে মো. মোস্তাফিজুর রহমানের পরিবর্তে মো. ছালেক চৌধুরী।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির এস এম জিলানী, শেরপুর-২ আসনে এ কে এম মুখলেছুর রহমানের পরিবর্তে মো. ফাহিম চৌধুরী, নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের মঞ্জুরুল ইসলাম ও চট্টগ্রাম-৭ আসনে কুতুব উদ্দিন বাহারের পরিবর্তে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. নুরুল আলম।

এর আগে আসন্ন সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নিবন্ধিত আটটি শরিক দলের ২৬ প্রার্থীকে ধানের শীষ প্রতীকের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে চিঠি দেয় বিএনপি।

দলগুলোর মধ্যে গণফোরামের সাত প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চার জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র চারজন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র তিনজন, কৃষক শ্রমিক জনতা লীগের চারজন, খেলাফত মজলিশের দুইজন, বাংলাদেশ কল্যাণ পার্টির একজন ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র একজন প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোটে মাঠে থাকছে। বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত চিঠি জমা দেন।

এ সম্পর্কিত আরও খবর