আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা পেলেন যারা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-11 01:48:55

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আপিল আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শতাধিক আবেদন বাতিল ও ৮৪ জনের আবেদন বৈধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদের মধ্যে বিএনপির ২১ জন, জাতীয় পার্টির চারজন, গণফোরামের চারজন, তৃণমূল বিএনপির একজন, জেএসডির তিনজন, খেলাফত মজলিশের একজন, জাতীয় পার্টির (জেপি) একজন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের একজন, বাংলাদেশ মুসলিম লীগের দুইজন, মুসলিম লীগের চারজন, জাকের পার্টির ছয়জন, বিএনএফের তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতজন, এনপিপির দুইজন, জাগপার একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের দুইজন, বিকল্পধারার দুইজন, খেলাফত আন্দোলনের একজন ও ১৫জন স্বতন্ত্র জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়। চলে রাত সোয়া ১০টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোঃ. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করেছেন। এজলাসে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত ছিলেন।

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির চাঁদপুর-৪ আসনে জেড খান মো. রিয়াজউদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা মা ম চিং, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান, রাজশাহী-৫ মোঃ. আবু বকর সিদ্দিক, রাজশাহী-৬ মোঃ. আবু সাঈদ চাঁদ, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-২০ সুলতান আহমেদ, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, টাঙ্গাইল-১ ফকীর মাহবুব আনাম স্বপন, ঢাকা-১৭ শওকত আজিজ, চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী, ঢাকা-১৯ মোঃ. কাফিল উদ্দিন, রাজশাহী-৫ আবু বকর সিদ্দিকী, নীলফামারী-১ আসনের এ আহম্মেদ বাকের বিল্লাহ (মুন), রাজশাহী-৫ মোঃ: নাদিম মোস্তফা, সিরাজগঞ্জ-৩ মো: আয়নুল হক, বান্দরবান উম্মে কুলসুম সুলতানা লীনা, কুমিল্লা-৫ সৈয়দ গোলাম মহিউদ্দিন, গোপালগঞ্জ-৩ এস.এম জিলানী, ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ রফিকুল ইসলাম, ঢাকা-১৭ শওকত আজিজ।

জাতীয় পার্টি নারায়ণগঞ্জ- ৩ আসনের লিয়াকত হোসেন খোকা, যশোর-২ মোঃ: ফিরোজ শাহ, কিশোরগঞ্জ-১ মো: মোস্তাইন বিল্লাহ, কক্সবাজার-২ মোহাম্মদ মোহিবুল্লাহ। গণফোরামের ঢাকা-৩ মোস্তফা মহসীন মন্টু, জামালপুর-৩ আসনে নঈম জাহাঙ্গীর, কুমিল্লা-৩ মোহাম্মদ আকবর আমিন বাবুল। জেএসডির ময়মনসিংহ-৬ আসনে চৌধুরী মুহাম্মদ ইসহাক, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ কে এম জাবির, যশোর-৩ আসনের সৈয়দ বিপ্লব আজাদ। খেলাফত মজলিশের নেত্রকোনা-১ আসনে আব্দুল কাঈয়ুম খান। জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম- ৯ মোঃ. মোরশেদ সিদ্দিকী। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনে মোঃ. মহিউদ্দিন মোল্লা।

বাংলাদেশ মুসলিম লীগের চুয়াডাঙ্গা-১ মোছা. মেরিনা আক্তার, সিলেট-১ আসনের মোঃ: আনোয়ার উদ্দিন বোরহান, মুসলিম লীগের সিলেট-১ আসনের মোঃ: আনোয়ার উদ্দিন বোরহান, কুষ্টিয়া-১ মো: আব্দুল খালেক সরকার, রংপুর-৫ আসনের মোছাঃ মওদুদা আখতার, কিশোরগঞ্জ-২ মীর আবু তৈয়ব মো: রেজাউল করিম।

জাকের পার্টির যশোর-৫ রবিউল ইসলাম, যশোর-৪ লিটন মোল্লাহ, ঝিনাইদহ-২ আবু তালেব সেলিম, যশোর-১ মোঃ. সাজেদুর রহমান, হবিগঞ্জ-৪ আসনের মোঃ আনসারুল হক, নারায়ণগঞ্জ-১ মোধ মাহফুজুর রহমান, বিএনএফের ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম ১৩ নারায়ণ রক্ষিত, ঝিনাইদহ-৩ ইসমাঈল হোসাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর-৫ মোঃ. ইবাদুল খালাসি, সিলেট ৫ আসনের মোঃ: নুরুল আমিন, রংপুর-৪ মোঃ বেলাল হোসেন, রাজশাহী-৫ মো: রুহুল আমিন, মাদারীপুর-১ মো: জাফর আহমেদ, ফরিদপুর-৪ আ: হামিদ মিয়া, চট্টগ্রাম-৪ সামসুর আলম হাসেম।

এনপিপি কুষ্টিয়া-৪ মোঃ. তাছির উদ্দিন, যশোর-৪ আসনের মোঃ আলী জিন্নাহ। জাগপা যশোর-৫ আসনের মোঃ: নিজাম উদ্দিন অমিত। জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম-৫ নাসির উদ্দিন। জাসদ: কুষ্টিয়া-৮ মো: রেমাকনুজ্জামান, রাজশাহী-১ মো: আলফাজ হোসেন। বিকল্পধারার যশোর-৩ মারুফ হাসান কাজল, যশোর-৪ আসনের এম নাজিম উদ্দিন, ঢাকা-৪ মোঃ কবীর হোসেন।

খেলাফত আন্দোলনের ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ মাওলানা মুজিবুর রহমান। তৃণমূল বিএনপি থেকে চট্টগ্রাম-৫ আসনে মাসুদুল আলম বাবলু।

স্বতন্ত্র ঢাকা- ১৭ আসনের নাজমুল হুদা, খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন কুমার চাকমা, জয়পুরহাট- ১ আলেয়া বেগম, সিরাজগঞ্জ-৫ আসনের আলী আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের কাজী নাজমুল হোসেন, রাজশাহী-৩ আসনের মোঃ: মেরাজ উদ্দিন উদ্দিন মোল্লা,নওগাঁ-৪ মো: আব্দুর রাকিব, গাইবান্ধা-১ মো: এমদাদুল হক, সিরাজগঞ্জ-৩ মো: আহসান হাবিব, সিরাজগঞ্জ-৬ মো: মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ-৩ চৌধুরী ফাহরিয়া আফরিন, লক্ষ্মীপুর-২ এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া।

অন্যদিকে যাদের আপিল খারিজ হয়েছে তারা হলেন: আওয়ামী লীগ নেত্রকোনা-১ মোঃ. এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম মোঃ. ওয়ালিদ, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এম. এ. রাজ্জাক, নেত্রকোনা- মোঃ. জাকির হোসেন, নেত্রকোনা- ৪ শফি আহমেদ, জামালপুর-৩ মোঃ. মাসুম বিল্লাহ্, ময়মনসিংহ-১১ এস এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মোঃ. সামিউল আলম, কুমিল্লা-৩ আহসানুল আলম কিশোর, কুমিল্লা-১০ মোঃ. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ফেনী-৩ আনোয়ারুল কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন, কুমিল্লা-৪ ইরফানুল হক সরকার, নোয়াখালী-৩ মোঃ. আবু বকর ছিদ্দিক, ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ মোঃ. ওমর ইউসুফ, যশোর-২ মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফি, যশোর-২ এবিএম আহসানুল হক, ঢাকা-৭ মোঃ. মাসুদুর রহমান (খোকন), ঢাকা-৪ মুহাম্মদ মোশাররফ হোসেন, ফরিদপুর-১ মোঃ. হারুনার রশিদ, ঢাকা-২ সৈয়দ মঈন উদ্দিন রিপন, ফরিদপুর-১ মোঃ. কামরুল ইসলাম, ঢাকা-১৫ মোঃ. আব্দুর রহিম, চট্টগ্রাম-১২ এম এয়াকুব আলী, চাঁদপুর-২ মোঃ. খায়রুল হাসান এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ জামাল রানা।

এ সম্পর্কিত আরও খবর