রাজশাহীর সব আসনেই নৌকা-ধানের শীষের লড়াই

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:54:13

জাতীয় নির্বাচনে রাজশাহীর ৬টি আসনেই এবার নৌকার লড়াই হবে ধানের শীষের সঙ্গে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

তবে তিনিও নৌকা প্রতীক নিয়ে মাঠে নামবে। বাকি আসনগুলোতে থাকছে আওয়ামী লীগের প্রার্থী। অন্যদিকে রাজশাহীর সবকটি আসনে ধানের শীষ প্রার্থী দিয়েছে। তাই মূলত এবারে পুরো রাজশাহীজুড়ে ভোটের লড়াইটা হবে নৌকা ও ধানের শীষের মধ্যে।

রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ তাদের প্রার্থী দিয়েছে। এগুলো হল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আয়েন উদ্দিন, রাজশাহী-৪ (বাগমারা) প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ডা. মনসুর রহমান, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) শাহরিয়ার আলম।

আর একটি আসনে মহাজোটের প্রার্থী হিসেবে রাজশাহী-২ (সদর) আসন থেকে মাঠে থাকছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনিও নৌকা প্রতীক নিয়েই ভোটের মাঠে নামছেন।

অপরদিকে রাজশাহীর ৬টি আসনেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ (সদর) মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আবু হেনা, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) নজরুল ইসলাম, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আবু সাঈদ চাঁন।

তাই এবারে রাজশাহীর সবকটি আসনে ভোটের লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। মূল দুই প্রতীক ঘিরে নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত সাধারণ ভোটাররা।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকার পিন্টু। পেশায় গুড় ব্যবসায়ী। তিনি জানান, ভোট মানেই নৌকা ও ধানের শীষের যুদ্ধ। এবারে নির্বাচনে এ যুদ্ধ ভালোই জমবে।'

রাজশাহীর তানোর উপজেলার মুমালা পৌরসভা বাজারের কাপড়ের ব্যবসায়ী তুহিন জানান, 'সাধারণ মানুষ দুই ভাগে বিভক্ত। কেউ নৌকা আবার কেউ ধানের শীষ। ভোট প্রচারণাও এবারে জমবে।'

এ সম্পর্কিত আরও খবর