ইভিএম ভীতি কাটাতে চট্টগ্রামে ইসির প্রশিক্ষণ শুরু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 02:11:02

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোটারদের মধ্যে ভীতি-সংশয় কাটিয়ে তুলে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের চারটি কেন্দ্রে শনিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

এ আসনের চারটি কেন্দ্র হলো- এনায়েত বাজার মহিলা কলেজ, এনায়েত বাজার কাউন্সিলর কার্যালয়, রেলওয়ে হাসপাতাল কলোনি স্কুল অ্যান্ড কলেজ, অপর্ণা চরণ স্কুল অ্যান্ড কলেজ।

এরআগে গত ২৬ নভেম্বর দ্বৈবচয়ণের ভিত্তিতে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ভোটগ্রহণের জন্য ছয়টি আসন নির্ধারণ করে কমিশন। এর মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনটি ইভিএম’র আওতাভুক্ত হয়।

প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন বার্তা২৪.কমকে বলেন, ‘ভোটারদের মধ্যে ইভিএম নিয়ে ভয়, উদ্বেগ কাটিয়ে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও প্রদানরে সুবিধার্থে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।’

এ সম্পর্কিত আরও খবর