প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৩ স্বতন্ত্র

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 12:43:20

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নয়পত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি করে দ্বিতীয় দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আরও ১৩ জন স্বতন্ত্র প্রার্থী। আর ৩৪ জনের প্রার্থিতা আবারও বাতিল করা হয়েছে।

শুক্রবার (০৭ ডিসেম্বর) আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি করেন। এতে আপিল আবেদনকারীদের মধ্যে ১৬১ থেকে ৩১০ ক্রমিক পর্যন্ত আবেদন নিষ্পত্তি হয়।

যেসব স্বতন্ত্র প্রার্থীর আবেদন মঞ্জুর হয়েছে তারা হলেন- চট্টগ্রাম-৮ আসনের হাসান মাহমুদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. ছাইফুল্লাহ (হুমায়ুন মিয়া) (আওয়ামী লীগের বিদ্রোহী), বরিশাল-২ আসনের একে ফাইয়াজুল হক, বরিশাল-২ আসনের সৈয়দা রুবিনা আক্তার, নারায়ণগঞ্জ-৪ আসনের মোহাম্মদ গিয়াস উদ্দিন, টাঙ্গাইল-৬ আসনের মোহাম্মদ আবুল কাসেম, টাঙ্গাইল-৬ আসনের ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম (আওয়ামী লীগের থেকে বেরিয়ে), মাদারীপুর-২ আসনের আল আমীন মোল্লা, হবিগঞ্জ-১ আসনের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, ময়মনসিংহ-৮ আসনের মাহমুদ হাসান সুমন।

যাদের প্রার্থিতা আবারও বাতিল হয়েছে তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মো. শাহজাহান, কুমিল্লা-২ আসনের মো. আব্দুল মজিদ, বরিশাল-৬ আসনের ওসমান হোসেইন, পিরোজপুর-৩ আসনের ডা. সুধীর রঞ্জন বিশ্বাস, ঝালকাঠি-১ আসনের মো. মনিরুজ্জামান, পটুয়াখালী-২ আসনের মোহাম্মদ মিজানুর রহমান খান, ঝালকাঠী-১ আসনের মোহাম্মদ শাহজালাল শামীম, ঝালকাঠী-১ আসনের ইয়াসমিন আক্তার পপি, পটুয়াখালী-২ আসনের মো. শফিকুল ইসলাম, ভোলা-২ আসনের হুমায়ন কবির, নরসিংদী-২ আসনের আলতামাশ কবীর (অনুপস্থিত), কিশোরগঞ্জ-৩ আসেনর মোহাম্মদ আম্মান খান, কিশোরগঞ্জ-২ আসনের মোহাম্মদ আানিসুজ্জামান, ঢাকা-১৭ আসনের মোহাম্মদ আনিসুজ্জামান খোকন, ঢাকা-৮ আসনের অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদ, গোপালগঞ্জ-১ আসনের শামসুল আলম খান চৌধুরী, কিশোরগঞ্জ-৩ আসনের মোহাম্মদ মনিরুজ্জামান নয়ন, নারায়ণগঞ্জ-১ আসনের মোহাম্মদ রেহান আফজাল, নারায়ণগঞ্জ-৩ আসনের অনন্যা হোসাইন মৌসুমী, মৌলভীবাজার-৩ আসনের আব্দুল মোসাব্বির, সিলেট-৬ আসনের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মিয়া, সিলেট-২ আসনের মহিবুর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের রঞ্জিত কুমার দে, সিলেট-৩ আসনের আব্দুল ওদুদ, নরসিংদী-২ আসনের আলহ্বাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ, নারায়ণগঞ্জ-৩ আসনের মোশারফ হোসেন, ঢাকা-১৫ আসনের মোহাম্মদ ছলীম উদ্দিন, রংপুর-৩ আসনের হাবিবুল হক সরকার, ঠাকুরগাঁও-৩ আসনের গোপাল চন্দ্র রায়, গাইবান্ধা-৩ আসনের তফিকুল ফামিন মন্ডল, কুড়িগ্রাম-৪ আসনের ইমরান এইচ সরকার, কুড়িগ্রাম-৪ আসনের এস এম জাহাঙ্গীর, নীলফামারী-৩ আসনের মোহাম্মদ আনসার আলী, ময়মনসিংহ-৪ আসনের আবু জাফর জাহিদ হোসেন।

জাতীয় পার্টির চাঁদপুর-৫ এর খোরশেদ আলম খুশু, ঢাকা-৮ মাহমুদা রহমান মুন্নি, ঢাকা-১৬ মোহাম্মদ আমানত হোসেন, সিলেট-৫ সেলিম উদ্দিন, কিশোরগঞ্জ-২ এরশাদ হোসাইন, মানিকগঞ্জ-২ এস এম আব্দুল মান্নান প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে পটুয়াখালী-১ এর এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভোলা-৪ এর এম এ মান্নান হাওলাদার, গোপালগঞ্জ-৩ এ জেড আপু শেখ, মুন্সিগঞ্জ-২ মোহাম্মদ নোমান মিয়া, টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকীর আপিল গৃহিত হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বৈধ প্রার্থীরা হলেন- ঢাকা-৩ এর মোহাম্মদ সুলতান আহম্মদ খাঁন, কিশোরগঞ্জ-২ এর মোহাম্মদ সালাউদ্দিন (রুবেল), কিশোরগঞ্জ-৬ এর মোহাম্মদ মুছা খান, টাঙ্গাইল-৮ এর মোহাম্মদ আ. লতিফ মিয়া, ময়মনসিংহ-১ মোহাম্মদ হাবিবুল্লাহ, ময়মনসিংহ-১১ মোহাম্মদ আমান উল্লাহ সরকার।

এছাড়াও হবিগঞ্জ-১ আসনের গণফোরামের প্রার্থী রেজা কিবরিয়া তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।

স্থগিত সাত আপিল আবেদনগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া-৫ এর মো. মেহেদী হাসান, সুনামগঞ্জ-৩ সৈয়দ শাহ মুবাশ্বির আলী, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৯ আফরোজা আব্বাস, ঢাকা-২০ সুলতানা আহমেদ, রংপুর-১ আলহ্বাজ সি এম সাদিক ও গাইবান্ধা-১ আফরুজা বারী সাহাবাজ।

এ সম্পর্কিত আরও খবর