আপিল গৃহীত না হলে আদালতে যাবেন হিরো আলম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 14:20:12

বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়ন যাচাই বাছাইয়ে বাতিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিলের আদেশের বিপরীতে আপিল করেছেন তিনি।

আপিলের পর যদি প্রার্থিতা ফিরে না পান তাহলে আদলতের দ্বারস্থ হবেন বলে বার্ত২৪.কমকে জানিয়েছেন হিরো আলম।

সোমবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল দাখিল শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'রাজারা কখনো চায় না, প্রজারা রাজা হোক। তাই এই দেশের মন্ত্রী এমপিরা চায় না সাধারণ কোনো মানুষ এমপি মন্ত্রী হোক। এরা সবসময় চায় তাদের পরিবারের লোকজনই এমপি মন্ত্রী হোক। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং প্রার্থিতা বাতিল করা হয়েছে।'

বগুড়ায় নিজের জনপ্রিয়তা সম্পর্কে সাংবাদিকদের হিরো আলম বলেন, 'আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪ আসনে সবার মুখে মুখে হিরো আলম। আমার এমন জনপ্রিয়তা দেখে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রার্থীরা ষড়যন্ত্র করে আমার মনোনয়ন বাতিল করিয়েছে। অন্য ২-১ জনের আমার মতো সমস্যা হয়েছিল, কিন্তু তাদের ক্ষমতা আছে বলে তাদেরগুলো বাতিল করা হয়নি। আর আমার টাকা পয়সা বা ক্ষমতার জোর নাই বলে আমার প্রার্থিতা বাতিল হয়েছে।'

প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্নে হিরো আলম বলেন, 'আপনারা জানেন আমি জিরো থেকে হিরো। আর এই জায়গায় এসেছি আমি লড়াই করে। শেষ পর্যন্ত লড়াই করে যাব পাই বা না পাই। বীরের মতো লড়ব মাথা নত করব না।'

 

এ সম্পর্কিত আরও খবর