মাশরাফির জন্য ভোটের মাঠে শত শত মাশরাফি!

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-18 10:40:20

নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন খেলার মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখনই শত শত মাশরাফি ভক্তরা ভোটের মাঠে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাধারণ ভোটাররা মাঠ চষে বেড়াচ্ছেন।

জানা গেছে, নড়াইল জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, লোহাগড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ। জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব-মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন মাশরাফিকে ভোটে জয়ী করার লক্ষ্যে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। ভোট চাচ্ছেন নৌকা প্রতীকে।

প্রতিদিনই চলছে নড়াইল-২ আসনের নির্বাচনী এলাকার নড়াইল ও লোহাগড়া উপজেলার প্রত্যন্তঞ্চল সংগঠনের বর্ধিতসভা-সমাবেশ-উঠান বৈঠক। দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে দেশের ক্রিকেটারকে মনোনীত হিসেবে পেয়ে।

নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলায় কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর নেতৃত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত বর্ধিত সভায় দলীয় নেতৃবৃন্দ মাশরাফির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে বিভিন্ন ইউনিয়নে ভোটারদের কাছে সভা-সমাবেশ শুরু করেছে।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নান রুনু বলেন, ‘আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকাকে জয়ী করব। আর মাশরাফি একটি চেতনার নাম তাকে আমরা সকলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করব।’

লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম বলেন, ‘খেলায় যেমন মাশরাফি বিশ্ব রেকর্ড করেছে, ভোটেও বিশ্ব রেকর্ড করবে।’

জেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক সঞ্জিবা হক রিপা বলেন, ‘মাশরাফি শুধু নড়াইলের নয়। সে দেশের সম্পদ। তার সম্মান রক্ষা করা আমাদের নড়াইলবাসীর দায়িত্ব। আমাদের সকলের উচিত দল-মতের ঊর্ধ্বে থেকে মাশরাফিকে বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়ী করা।'

উল্লেখ্য, সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও লোহাগড়া উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। আসনটিতে বৈধ মনোনয়ন প্রাপ্ত ৮ জন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত মাশরাফি বিন মর্তুজা, ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনপিপির চেয়ারম্যান এ জেড এম ডঃ ফরিদুজাজামান, বিএনপি মনোনীত শরীফ কাসাফুদ্দোজা কাফী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি ১০ম জাতীয় সংসদের সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি-ছালু) সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর