চাঁদপুরে পুরনোদের হাতেই নৌকা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:51:03

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় মনোনয়ন পেলেন পুরনোরাই।

রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চিঠি সংগ্রহ করেন চাঁদপুরের সাবেক সাংসদরাই।

আওয়ামী লীগ থেকে মনোনয়নের চিঠি পেলেন- চাঁদপুর-১ (কচুয়া) মহীউদ্দিন খাঁন আলমগীর, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর- হাইমচর) ডা. দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ড. শামছুল হক ভূঁইয়া ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

মনোনয়ন চিঠি পেয়ে দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনায় আমার এলাকার প্রিয় নেতাকর্মী ভাইবোনদের পরিশ্রমের ফসল এ মনোনয়ন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘চাঁদপুর সদর ও হাইমচরের সব প্রাণপ্রিয় সম্মানিত এলাকাবাসী এবং আমার নেতাকর্মী ভাইবোনসহ সবার প্রতি বিনীত আহ্বান- আসুন, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌকা প্রতীককে জয়যুক্ত করি।’

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন বলেন, ‘আমরা পূর্বে নিশ্চিত ছিলাম মেজর অব. রফিকুল ইসলাম মনোনয়ন পাবেন। ইনশাল্লাহ আমরা নৌকা প্রতীকে জননেত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দিতে পারব।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ‘আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। এটা নৌকা প্রতীকের নির্বাচন। এখন আমাদের দায়িত্ব নৌকা প্রতীককে বিজয়ী করে নিয়ে আসা।’

এ সম্পর্কিত আরও খবর