আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ দেবে ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 07:14:16

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তিন দিনব্যাপী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ ও ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপ-সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত চিঠি এ কথা বলা হয়।

চিঠিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং/ প্রশিক্ষণ দেবে ইসি। ২৪ থেকে ২৬ নভেম্বর এই তিনদিন ইসি সচিবালয়ের অডিটরিয়ামে এই প্রশিক্ষণ/ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা উপস্থিত থাকবেন।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে কুমিল্লা জেলাকে ২৪ নভেম্বর, সিলেট ও বরিশাল বিভাগের সঙ্গে কুমিল্লা জেলা ছাড়া চট্টগ্রাম বিভাগ ২৫ নভেম্বর ও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের ২৬ নভেম্বর ব্রিফিং/প্রশিক্ষণ দেবে ইসি।

এ সম্পর্কিত আরও খবর