বরিশালে ভোটারের পাশাপাশি বেড়েছে ভোটকেন্দ্র

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 11:49:56

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বরিশালের ৬টি আসনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ ডিসেম্বর এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বরিশালের এই আসনগুলোতে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় আড়াই লাখ। পাশাপাশি বেড়েছে ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা।

বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের তথ্য মতে, বরিশালের ৬টি সংসদীয় এলাকায় ভোটার বেড়েছে ২ লাখ ৪৯ হাজার ৩২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার বেড়েছে ১ লাখ ১৪ হাজার ৪৮৬ জন।

তাছাড়া বর্তমান হিসেব অনুযায়ী মোট ভোটার ১৭ লাখ ৭৮ হাজার ৫৮৫ জন। যার মধ্যে ৮ লাখ ৯৭ হাজার ৯২৩ জন পুরুষ ভোটার এবং ৮ লাখ ৮০ হাজার ৬৬২ জন নারী ভোটার।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিল ১৫ লাখ ২৯ হাজার ২৬৪ জন। যার মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৮৮ জন পুরুষ ভোটার এবং ৭ লাখ ৬৬ হাজার ১৭৬ জন নারী ভোটার ছিল।

তবে নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে বরিশাল সদর ও সিটিতে অর্থাৎ বরিশাল-৫ আসনে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) ভোটার বৃদ্ধি পেয়েছে ৩৩ হাজার ৪০ জন। বর্তমানে এ আসনে মোট ভোটার ২ লাখ ৫৭ হাজার ২২০ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ২৯ হাজার ১৭ জন ও ১ লাখ ২৮ হাজার ২০৩ জন নারী।

বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) বেড়েছে ৪২ হাজার ৩৪৩ জন ভোটার। বর্তমানে এ আসনে মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৩৯৭ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৩০৮ জন ও ১ লাখ ৪৮ হাজার ৮৯ জন নারী।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বেড়েছে ৩৬ হাজার ৮০ জন ভোটার। বর্তমানে এ আসনে মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৪১৪ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৯৯৭ জন ও ১ লাখ ২৬ হাজার ৪১৭ জন নারী।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ভোটার বৃদ্ধি পেয়েছে ৫১ হাজার ৬২৯ জন । বর্তমানে এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ১২৮ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৪১৭ জন ও ১ লাখ ৫৮ হাজার ৭১১ জন নারী।

বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি) আসনে ৫৫ হাজার ৩৯ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ২৬৭ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯৮ জন ও ১ লাখ ৯৬ হাজার ৮৬৯ জন নারী।

সর্বশেষ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ৩১ হাজার ১৯০ ভোটার বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানে এ আসনে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ১৫৯ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ২২ হাজার ৭৮৬ জন ও ১ লাখ ২২ হাজার ৩৭৩ জন নারী।

অপরদিকে ভোটারদের পাশাপাশি প্রতিটি সংসদীয় আসনে বেড়েছে ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা। একাদশ সংসদ নির্বাচনে সর্বমোট ১৭৮টি ভোটকেন্দ্র ও ১৩৫টি ভোটকক্ষ বৃদ্ধি পেয়েছে।

আসন্ন নির্বাচনে বরিশালের ৬টি আসনে মোট ভোটকেন্দ্র থাকছে ৮০৫টি ও কক্ষ থাকছে ৪ হাজার ৪৭টি। ২০১৪ সালের নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৬২৭টি ও কক্ষ ছিল ৩৯১২টি।

সবচেয়ে বেশি ভোট কেন্দ্র বেড়েছে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ও ভোট কক্ষ বেড়েছে বরিশাল-৫ আসনে। তবে ভোটকক্ষ কমেছে বরিশাল ১ ও ৩ আসনে।

নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) ৩২টি কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ১৫টি ভোট কক্ষ কমেছে।

বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ভোট কেন্দ্র ৩৬টি এবং ৫৬টি ভোট কক্ষ বৃদ্ধি পেয়েছে। তবে বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) ৩৬টি ভোটকেন্দ্র বৃদ্ধি পেলেও ভোট কক্ষ কমেছে ৯০টি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ভোট কেন্দ্র ৪৪টি এবং ৬৮টি ভোট কক্ষ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বরিশাল-৫ (বরিশাল সদর ও সিটি) আসনে ১৫টি ভোট কেন্দ্র এবং ৮৫টি ভোট কক্ষ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বেড়েছে ১৫টি ভোট কেন্দ্র এবং ৩১টি ভোট কক্ষ ।

এ সম্পর্কিত আরও খবর