তফসিল পুনঃ:নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 14:16:50

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃ:নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ নভেম্বর) রাতে কমিশন থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর বুধবার। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ২ ডিসেম্বর রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর রোববার।

এরআগে আজ সকালে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা একাদশ সংসদ নির্বাচনের তফসিল পুনঃ:নির্ধারণের কথা জানান।

সিইসি জানান,বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কমিশন তফসিল পুনঃ:নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। তারই আলোকে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর আর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘স্বস্তির বিষয় বিএনপি, ঐক্যফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। কারণ আমাদের বিশ্বাস ছিল সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তারই আলোকে নির্বাচন কমিশন তফসিল পুনঃ:নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

এবার ৩০০টি আসনে এমপি নির্বাচনে ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন ভোটার।

এরআগে গত ০৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ১৪ মিনিটের ভাষণে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করছি। ভাষণের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এ ছাড়া নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া প্রথমবারের মতো ব্যালট পেপারের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেই সঙ্গে সরাসরি বা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান রেখেছে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর