খুলনা বিভাগে জাপার খসড়া প্রার্থী তালিকা

বিবিধ, নির্বাচন

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট | 2023-08-28 14:56:00

খুলনা বিভাগের ১০ জেলায় বেশিরভাগ আসনে একাধিক আগ্রহী প্রার্থী রয়েছে জাতীয় পার্টির। আগ্রহীদের মধ্য থেকে খসড়া তালিকা তৈরি করেছে জাতীয় পার্টি। পার্লামেন্টারী বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেও খসড়া তালিকার বাইরে যাবে বলে মনে হচ্ছে না।

খুলনা জেলা
খুলনা-১ সুনীল শুভ রায়, খুলনা-২ শেখ মোস্তাফিজুর রহমান (বিএনএ জোট), শওকত হোসেন বাবুল, খায়রুল ইসলাম, তৈয়বুর হোসেন শাহিন, শেখ শহিদুজ্জামান (বিএনএ জোট), খুলনা-৩ মো. শফিকুল ইসলাম মধু, জাহিদ হোসেন জাহাঙ্গীর, হক জিতু (বিএনএ জোট) মো. নুরুল বাবুল গাজী (ইস. মহাজোট), খুলনা-৪ ডা. সৈয়দ আবুল কাশেম, মোক্তার হোসেন, হাদিউজ্জামান, শেখ শহিদুজ্জামান (বিএনএ জোট), খুলনা-৫ লতিফ জোমান্দার, সাইয়্যেদের মোড়ল, আসাদুর রহমান ভুইয়া (বিএনএ জোট), খুলনা-৬ মোস্তফা কামাল জাহাঙ্গীর।

সাতক্ষীরা জেলা
সাতক্ষীরা-১ সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ শেখ আজহার, আসরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ, মাতলুব লিয়ন, সাতক্ষীরা-৩ সালাউদ্দিন আহমেদ, সাতক্ষীরা-৪ আব্দুস সাত্তার মোড়ল, ও মাহাবুবুর রহমান।

বাগেরহাট জেলা
বাগেরহাট-১ এবিএম লিয়াকত হোসেন চাকলাদার ও এসএম আল জুবায়ের, বাগেরহাট-২ হুমায়ুন কবির শাওন, মো. ওসমান গনি, বাগেরহাট-৩ সেকেন্দার আলী মনি (বিএনএ জোট), তালুকদার আখতার ফারুক, অ্যাড. জাহাঙ্গীর হোসেন (বিএনএ জোট), এসএম সবুর, বাগেরহাট-৪ সোমনাথ দে।

মেহেরপুর জেলা
মেহেরপুর-১ আকুল হামিদ, মেহেরপুর-২ মো. বাকী বিল্লাহ, মো. কেফায়েত উল্লাহ ও সেলিম উদ্দিন।

কুষ্টিয়া জেলা
কষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল,কুষ্টিয়া-২ ডা, সুজাউদ্দিন, কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু, সরোয়ার হোসেন (বিএনএ জোট), কুষ্টিয়া-৪ সুমন আশরাফ।

নড়াইল জেলা
নড়াইল-১ মো. মিন্টন মোল্লা, মুনির শরীফ, নড়াইল-২ অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ, এস এম মোস্তাফিজুর রহমান (বিএনএ জোট)।

চুয়াডাঙ্গা জেলা
চুয়াডাঙ্গা-১ অ্যাড. সোহরাব হোসেন, কমান্ডার শহীদুর রহমান, আল-গালিব তুহিন (ইসলামী মহাজোট), চুয়াডাঙ্গা-২ দেলোয়ার হোসেন কুলু জোয়ার্দার ও আকবর মাস্টার।

যশোর জেলা
যশোর-১ শরিফুল ইসলাম সরু চৌধুরী, বাহাউদ্দিন আহমেদ (বিএনএ জোট), জাহিনুর রহমান বিদ্যুৎ (ইসলামী মহাজোট), যশোর-২ মুফতি মো. ফিরোজ শাহ, যশোর-৩ এড. মাহবুব আলম বাদু, মো. জাহাঙ্গীর আলম, যশোর-৪ অ্যাড. জহরুল হক জহির, কমান্ডার সাব্বির আহম্মেদ, যশোর-৫ এমএ হালিম, এড. আব্দুল লতিফ রানা, যশোর-৬ অ্যাড. আবুল মজিদ ও মো. রুহুল আমিন খান।

ঝিনাইদহ জেলা
ঝিনাইদহ-১ মনিকা আলম, ঝিনাইদহ- নুর উদ্দিন আহমেদ, ওহিদুল ইসলাম, একে.এম শাহিনুর আলম (শাহীন), ঝিনাইদহ-৩ ব্যারিস্টার কামরুজ্জামান, আব্দুর রহমান, ঝিনাইদহ-৪ রাশেদ মাজুমদার।

মাগুড়া জেলা
মাগুড়া-১ অ্যাড. হাসান সিরাজ সুজা, মাগুড়া-২ জামাল উদ্দিন বীর উত্তম, খসরুল আলম, আবুল কুদ্দুস।

এ সম্পর্কিত আরও খবর