রাজনীতিতে ইনিংস শুরু মাশরাফির

বিবিধ, নির্বাচন

শরিফুল ইসলাম, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 14:34:47

রাজনীতিতে ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জ্বল এই নক্ষত্র। আর মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে মাশরাফির নৌকার মাঝি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রোববার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দোয়া নেন মাশরাফি। পরে দুপুরের দিকে ফিরে এসে ধানমন্ডিতে অবস্থিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ের পাশে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে মাশরাফির মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাশরাফিকে পেয়ে আমরা অনেক খুশি। বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি জয়ী হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘আমি নিজে এ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নেত্রী যাকে নৌকা প্রতীকের জন্য যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। আমি তার পক্ষেই কাজ করব।’

এ সম্পর্কিত আরও খবর