খুলনা-৪: নতুনত্বের মেরুকরণের অপেক্ষা

বিবিধ, নির্বাচন

মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 17:19:08

কৃষি নির্ভর রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলা নিয়ে খুলনা-৪ আসন গঠিত। খুলনা শহর সংলগ্ন নির্বাচনী এ আসনটি নদী বেষ্টিত। জাতীয় সংসদের ১০২ নং আসন এটি।

বিগত নির্বাচনে উন্নয়নের আশায় জনগণ কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। এ আসনে ভোটারদের ভোট ভাবনায় রয়েছে উন্নয়ন। জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এমন যোগ্য নেতাই অগ্রাধিকার পাবে বলে ভোটারদের প্রত্যাশা। এরই অংশ হিসেবে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে সর্বত্র।

ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নিজেদের অবস্থান জানাতে ব্যস্ত সময় পার করছে। অপরদিকে বিএনপির কর্মীরা মাঠছাড়া।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা গত ২৭ জুলাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরেই আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থিতা পাবার আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

তৃণমূলের অনেক নেতা চেষ্টা করলেও শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে এ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী।

আওয়ামী লীগের দলীয় একাধিক সূত্র থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালাম মুর্শেদীকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার সম্ভাবনা আছে। তবুও হাল ছাড়ছেন না অনেকেই। শাসকদলের একাধিক নেতার দৃষ্টি এ আসনটির দিকে। নিজ পরিচিতির জানান দিতে চেষ্টা চালাচ্ছেন অনেকেই।

খুলনা-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়র প্রত্যাশীরা হলেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফুটবলার বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, প্রয়াত সংসদ সদস্য সুজার ছেলে জেলা পরিষদের সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ণ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

অপরদিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী দু’জন। কেন্দ্রীয় বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

জাতীয় পার্টির মনোনয়নে এ আসন থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলের জেলা সম্পাদক শাহ হাদিউজ্জামান।

খেলাফত মজলিসের পক্ষে এ আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে ইতোমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

এছাড়া বাম গণতান্ত্রিক জোটের হয়ে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হবেন অ্যাড. আব্দুল হালিম।

খুলনা-৪ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সংসদ সদস্য সুজার মৃত্যুর পর রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে এখানে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অ্যাড. মমিন উদ্দীন আহমেদ, ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের খান-এ-সবুর, উপ-নির্বাচনে বিএনপি’র একেএম জিয়াউদ্দিন পল্টু, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আট দলীয় জোটের কমরেড শেখ সাইদুর রহমান, ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাপার একেএম মোক্তার হোসেন, ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের এস এম মোস্তফা রশিদী সুজা, ২০০১ সালে বিএনপি’র এম নূরুল ইসলাম, ২০০৮ সালে আওয়ামী লীগের মোল্লা জালাল উদ্দীন, ২০১৪ সালে আওয়ামী লীগের এস এম মোস্তফা রশিদী সুজা সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, খুলনা-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭৮৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭৮৪ জন।

এ সম্পর্কিত আরও খবর